ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল কনফেডারেশন সিবিএফ। বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বিশাল পরাজয়ের পর শুক্রবার (২৮ মার্চ) এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর দ্য গার্ডিয়ান।
ব্রাজিল ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে দলে টানতে ব্যর্থ হলে ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেন ৬২ বছর বয়সী দরিভাল। তার আগে এক বছর ব্রাজিল দুজন অন্তর্বর্তীকালীন কোচের অধীনে ছিল।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নেই। কনফেডারেশন তাকে তার কাজের জন্য ধন্যবাদ এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে। সিবিএফ দ্রুত তার বিকল্প খুঁজে বের করতে কাজ করবে।
দরিভাল ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোর কোচ থাকাকালীন কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়ান কাপ জয়ের পর কোচ হিসেবে খ্যাতি লাভ করেন। এরপর ২০২৩ সালে সাও পাওলোর কোচ হিসেবেও ব্রাজিলিয়ান কাপ জিতেছিলেন। তবে জাতীয় দলের কোচ হিসেবে তিনি কখনোই ছন্দ খুঁজে পাননি। ১৬ ম্যাচের মধ্যে জয় পেয়েছেন মাত্র ৭টিতে।
গত বছর কোপা আমেরিকায় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিলে দরিভালকে আরো সময় দেয়া হয়। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর তার পারফরম্যান্স মূল্যায়ন করার কথা ছিল।
তবে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক পরাজয়ের পর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস কঠোর সিদ্ধান্ত নিলেন।
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয়ার পর থেকেই ব্রাজিল দুর্দশার মধ্যে রয়েছে। সেই ম্যাচের পর দীর্ঘদিনের কোচ তিতেও সরে দাঁড়ান।
বর্তমানে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। দক্ষিণ আমেরিকান র্যাঙ্কিংয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে। ২১ পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ালিফাই করা ছয় নম্বর দল কলম্বিয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে ব্রাজিল। ১৪ ম্যাচে সেলেসাওদের হার ৫টি, হজম করেছে ১৬টি গোল।
২০২৩ সালে মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের হার ছিল ব্রাজিলের বাছাইপর্বের প্রথম হোম ম্যাচ পরাজয়। তারা প্রথমবার হেরেছে কলম্বিয়ার বিপক্ষেও, দুই দশকের মধ্যে প্রথমবার উরুগুয়ের কাছে পরাজিত হয়েছে এবং আফ্রিকান দেশ মরক্কো ও সেনেগালের বিপক্ষে হেরেছে—যা ব্রাজিলের ইতিহাসে প্রথম।