অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল

ভারতকে কাঁদিয়ে শিরোপা বাংলাদেশের

যুব এশিয়া কাপে ভারত নবম ও বাংলাদেশ দ্বিতীয় শিরোপার আশায় খেলছে। আগের দশ আসরে ভারত সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একবার করে শিরোপা জিতেছে।

ভারতের শক্ত বোলিংয়ের মুখে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারায় আজিজুল হাকিমের দল। রিজান হোসেন ৪৭, শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসান ৩৯ রান করেন। যুদ্ধজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ দুটি করে উইকেট নেন।

৫ আপডেট
  • ৮ ডিসেম্বর, ২০২৪

    ইমনের জোড়া ব্রেক-থ্রু, ম্যাচে ফিরল বাংলাদেশ

    একের পর এক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। এলবিডব্লিউ জোরালো সব আবেদনে সাড়া মিলছে না আম্পায়ারের কাছ থেকে। এমন সময় দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নিলেন ইকবাল হোসেন ইমন।

    পুরো আসরে দুর্দান্ত বোলিং করা ইমনের কাছ থেকে এলো লাইফলাইন পাওয়া এক ওভার। 

    বিপজ্জনক হয়ে ওঠা কেপি কার্তিকেয়া আর নিখিল কুমারকে একই ওভারে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়েছেন ফর্মে থাকা এই পেসার। তিন বলের ব্যবধানে ইকবালের জোড়া ব্রেকথ্রু। ভারতের স্কোরবোর্ডে এই মুহূর্তে 100 রান। উইকেট তারা হারিয়েছে ৭ টি। 

  • ৮ ডিসেম্বর, ২০২৪

    পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৯ রান তুলেছে ভারত

    ১ থেকে ১০ ওভার পর্যন্ত প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে ভারত। দ্বিতীয় ওভারে ওপেনার আয়ুশ মাতাত্রেকে আউট করেন আল ফাহাদ। পঞ্চম ওভারে ডেঞ্জারম্যান বৈভব সূর্যবংশীকে সাজঘরে ফেরান মারুফ মৃধা। শিহাব জেমসকে ক্যাচ দেন ১৩ বছর বয়সী বৈভব। এরপর আন্দ্রে সিদ্ধার্থ ১৯ ও কার্তিকেয়া ৪ রানে ব্যাট করছিলেন।

  • ৮ ডিসেম্বর, ২০২৪

    ভারতকে ১৯৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ভারতের শক্ত বোলিংয়ের মুখে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারায় আজিজুল হাকিমের দল। রিজান হোসেন ৪৭, শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসান ৩৯ রান করেন। যুদ্ধজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ দুটি করে উইকেট নেন।

  • ৮ ডিসেম্বর, ২০২৪

    ১৯৮ রানে অলআউট বাংলাদেশের যুবারা

    ভারতের শক্ত বোলিংয়ের মুখে ১৫৫ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সর্বশেষ স্বীকৃত ব্যাটার রিজান হোসেন ৬৫ বলে ৪৭ রান করে আউট হয়েছেন। ৪১ ওভারশেষে দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৬৫ রান। ফরিদ হাসান ২০ ও সামিউন রশির ৪ রানে ব্যাট করছিলেন।

  • ৮ ডিসেম্বর, ২০২৪

    ৩ উইকেটে ১০০ পেরিয়েছে বাংলাদেশ

    অধিনায়ক আজিজুল হাকিম দলীয় ৬৬ রানে সাজঘরের পথ ধরেন। তাতে গভীর বিপদের শঙ্কায় পড়ে বাংলাদেশ। এরপর হাল ধরে দলকে টানেন জেমস আর রিজান হোসেন। এই দুজনের ব্যাটে দল একশ পেরিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় ২৮৭ ওভারে ৩ উইকেটে ১০৬ রান তুলেছে। জেমস ৩০ ও রিজান ২৫ রানে ব্যাট করছিলেন।

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে ১৫ ওভারশেষে ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে টাইগার যুবারা। আজিজুল হাকিম ১৩ ও শিহাব জেমস ১০ রানে ব্যাট করছিলেন।

দলীয় ১৭ রানে কালাম সিদ্দিক ও ৪১ রানে জাওয়াদ আবরার আউট হয়ে ডান। এরপর হাল ধরেন আজিজুল ও জেমস।

যুব এশিয়া কাপে ভারত নবম ও বাংলাদেশ দ্বিতীয় শিরোপার আশায় খেলছে। আগের দশ আসরে ভারত সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একবার করে শিরোপা জিতেছে। ২০১২ সালে ভারত ও পাকিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন হয়। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে শিরোপা জয় করে বাংলাদেশ।

আরও