নারী বিশ্বকাপ বাছাইপর্ব

পাকিস্তানের কাছে হেরে অপেক্ষায় বাংলাদেশ

নিগার সুলতানার দল এখন তাকিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিততে না পারলে শ্রেয়তর রানরেট নিয়ে বাংলাদেশই উঠে যাবে বিশ্বকাপে।

নিট রানরেট এখানে ফ্যাক্টর হয়ে উঠবে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ (+৬৩৯)। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ওয়েস্ট ইন্ডিজ (–০.২৮৩)।

নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। লাহোরে এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয়া বাংলাদেশ ৯ উইকেটে ১৭৮ রান তুলতে সমর্থ হয়। এ রান তাড়া করে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের বিশ্বকাপ উত্তরণ। নিগার সুলতানার দল এখন তাকিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিততে না পারলে শ্রেয়তর রানরেট নিয়ে বাংলাদেশই উঠে যাবে বিশ্বকাপে।

দিলারা আক্তার ১৩, ফারজানা হক পিংকি শূন্য, শারমিন আক্তার সুপ্তা ২৪ ও নিগার সুলতানা ১ রান করে আউট হয়ে যান। এরপর হাল ধরেন রিতু মনি ও নাহিদা। দুজন ৪৪ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশ পার করান। এরপর নাহিদার (১৯) বিদায়। রিতু মনি ফিফটির আশা জাগিয়েও ৭৬ বলে ৪৮ রান করে আউট হয়ে যান। হতাশ করেন স্বর্ণা আক্তার (২), জান্নাতুল ফেরদৌস (৬) ও রাবেয়া খান (২)। শেষ দিকে ফাহিমা খাতুনের (৪৪*) চেষ্টায় ১৭৮ রানের পুঁজি গড়তে সমর্থ হয় বাংলাদেশ। এরপর মুনিবা আলী (৯৩ বলে ৬৯) ও আলিয়া রিয়াজের (৬৫ বলে ৫২*) ব্যাটে ভর করে ৬২ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

৬ দলের বাছাইপর্ব থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার থাইল্যান্ডকে হারিয়ে স্বাগতিক দলের মেয়েরা বিশ্বকাপে কোয়ালিফাই করার আনন্দ উদযাপন করে। বাকি একটি টিকিটের জন্য এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে লড়াই। বাংলাদেশ হেরে যাওয়ায় এখন থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। নিট রানরেট এখানে ফ্যাক্টর হয়ে উঠবে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ (+৬৩৯)। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ওয়েস্ট ইন্ডিজ (–০.২৮৩)।

আরও