লাইভ

টি-টোয়েন্টি সিরিজ

গোয়ালিয়রে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পিচ রিপোর্ট বলছে, গত চারদিন ধরে মাঠে কোনো শিশির পড়েনি। কাজেই এখানে আগেও ব্যাট করাটা স্বাভাবিক। যদিও টস জিতে সূর্যকুমার বোলিংই নিলেন। এই পিচে বড় স্কোর হতে পারে।

গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নামছেন নাজমুল হোসেন নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ভারতের একাদশে সুযোগ পাননি রবি বিষ্ণয়, তিলক ভার্মা, হরষিত রানা ও জিতেশ শর্মা।

বাংলাদেশের জন্য এটা নতুন সূচনা। সাকিব আল হাসানের অবসরের পর এটাই প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশের। এই মিশনে তিনজন সিমার ও দুজন স্পিনার নিয়ে খেলছে টাইগাররা। টস হেরে ব্যাটিং পাওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টস জিতলে তিনিও বোলিং বেছে নিতেন।

পিচ রিপোর্ট বলছে, গত চারদিন ধরে মাঠে কোনো শিশির পড়েনি। কাজেই এখানে আগেও ব্যাট করাটা স্বাভাবিক। যদিও টস জিতে সূর্যকুমার বোলিংই নিলেন। এই পিচে বড় স্কোর হতে পারে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ বারের লড়াইয়ে মাত্র একবার ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। ২০১৯ সালে দিল্লিতে স্বাগতিকদের হারালেও এরপর পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবার হেরেছে বাংলাদেশ। ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এ বছরই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে ভারতীয়রা। তারকায় ঠাসা এই দলটির সামনে আজ অগ্নিপরীক্ষা নাজমুল হোসেন শান্তদের। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০ ওভারের এই লড়াই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রাইয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও অর্শদীপ সিং।

আরও