জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, তাসকিন নেই

চোটের কারণে এই দলে নেই শীর্ষ পেসার তাসকিন আহমেদ। তার জায়গা নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব খেলবে বাংলাদেশ। তার ডেপুটি হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে। চোটের কারণে এই দলে নেই শীর্ষ পেসার তাসকিন আহমেদ। তার জায়গা নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব খেলবে বাংলাদেশ। তার ডেপুটি হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পেস ব্রিগেডে খালেদ ছাড়াও আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও প্রথমবার ডাক পাওয়া তানজিম হাসান সাকিব। স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে না পারা মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে। উইকেট কিপার হিসেবে আছেন জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন।

তাসকিনের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বাম একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছেন, সিরিজে তাকে পাওয়া যাবে না।’

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আরও