প্রথম টি-টোয়েন্টি

ভারতের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাও ৪৯ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।

গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাও ৪৯ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে অভিষেক শর্মা (৭ বলে ১৬) হন রানআউট। ভারত। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জাকের আলীর ক্যাচ বানিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদবকে (১৪ বলে ২৯) ফেরান মুস্তাফিজুর রহমান। ১৯ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের শিকার হন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন।

এরপর আর কোনো উইকেটে পতন হতে দেননি হার্দিক পান্ডিয়া (১৬ বলে ৩৯*) ও নিতিশ কুমার (১৫ বলে ১৬*)। মাত্র ২৪ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতের রাজসিক জয় নিশ্চিত করেন এই দুজন।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে শেষ বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। লিটন দাস ৪ রানে ও পারভেজ হোসেন ইমন ৮ রান করে ফিরে যান সাজঘরে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তাওহীদ হৃদয় (১২) ও মাহমুদউল্লাহ (১) আউট হয়ে গেলে বিপদে পড়ে সফরকারীরা। জাকের আলী দুর্দান্ত এক ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দিলেও ৮ রানে বিদায় ঘটে তারও।

১০ ওভারশেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৬৪/৫। এরপর শেষ ১০ ওভারে বাকি ৫ উইকেট হারিয়ে ৬৩ রান করে অতিথিরা। শান্ত ২৫ বলে ২৭ রান করে আউট হওয়ার পর মেহেদী হাসান মিরাজের লড়াইয়ে (৩২ বলে ৩৫) ১২৭ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী উভয়েই তিনটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিয়া, মায়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর।

আরও