চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের কাছে হারের পর ওয়ানডে থেকে স্মিথের বিদায়ের ঘোষণা

তিনি মূলত নতুনদের সুযোগ করে দিতেই অবসর ঘোষণা করেছেন। যার ইঙ্গিত ছিল তার কথায়, ‘এখন ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার সময়। তাই সরে যাওয়ার এটাই সঠিক সময়।’

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে গতকালের ম্যাচটিই হয়ে থাকল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। কাল ম্যাচশেষেই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। ক্যারিয়ারে ১৭০টি ওয়ানডে খেলেছেন স্মিথ। যেখানে সেঞ্চুরি করেছেন ১২টি, ফিফটি ৩৫টি। ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস। যদিও দলকে ফাইনালে তুলতে পারেননি। ভারতের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়া সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। তবে টেস্ট আর টি-টোয়েন্টি খেলে যাবেন তিনি।

৩৫ বছর বয়সী জানান, ভারতের বিপক্ষে ওয়ানডেটাই তার শেষ। তার মানে আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দলের অংশ হচ্ছেন না তিনি। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন।

অবসর নিয়ে স্মিথ বলেছেন, ‘এটা ছিল অসাধারণ একটি যাত্রা। যার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ সব স্মৃতি রয়েছে, কেটেছে দারুণ সময়। তার মধ্যে দুটি বিশ্বকাপ জয় ছিল অন্যতম সেরা মুহূর্ত। পাশাপাশি এই যাত্রায় যে সতীর্থরা অংশ নিয়েছেন, তারাও আমার কাছে বিশেষ।’

তিনি মূলত নতুনদের সুযোগ করে দিতেই অবসর ঘোষণা করেছেন। যার ইঙ্গিত ছিল তার কথায়, ‘এখন ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার সময়। তাই সরে যাওয়ার এটাই সঠিক সময়।’

আরও