ওয়ার্ক পারমিট পাননি কৃষ্ণা, ভুটান গেলেন সানজিদারা ৫ জন

আজ দুপুর নাগাদ থিম্পু পৌঁছে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকার সঙ্গে সাক্ষাৎ করেছেন সানজিদা, মারিয়া, মাসুরা, রুপনা ও শামসুন্নাহার। থিম্পু যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।

৬ এপ্রিল ভুটান যান সাবিনা, মনিকারা। সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। এরই মধ্যে তারা ক্লাবটির হয়ে এক সপ্তাহ ধরে অনুশীলন করছেন। এছাড়া ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে খেলবেন ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনা। ফরোয়ার্ড কৃষ্ণারও এ দলে খেলার কথা। থিম্পু সিটির হয়ে খেলবেন ময়মনসিংহের কলসিন্দুরের গৌরব সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন বাংলাদেশের আরো পাঁচ তারকা। আগেই গেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। আজ সকালে থিম্পুর উদ্দেশে রওনা হয়ে এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাদের সঙ্গে ভুটান যাওয়ার কথা ছিল কৃষ্ণা রানী সরকারেরও। যদিও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণার।

আজ দুপুর নাগাদ থিম্পু পৌঁছে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকার সঙ্গে সাক্ষাৎ করেছেন সানজিদা, মারিয়া, মাসুরা, রুপনা ও শামসুন্নাহার। থিম্পু যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।

৬ এপ্রিল ভুটান যান সাবিনা, মনিকারা। সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। এরই মধ্যে তারা ক্লাবটির হয়ে এক সপ্তাহ ধরে অনুশীলন করছেন। এছাড়া ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে খেলবেন ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনা। ফরোয়ার্ড কৃষ্ণারও এ দলে খেলার কথা। থিম্পু সিটির হয়ে খেলবেন ময়মনসিংহের কলসিন্দুরের গৌরব সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

গত বছর ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলেছেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাদের নিয়েছিল ক্লাবটি। এবার তাদের প্রত্যেকের ক্লাব বদলেছে। ১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হবে।

আরও