নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৩০ ওভারে ২ উইকেটে ১৩৭ রান তুলেছে।
ইশমা তানজিম ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফিরে যাওয়ার পর ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান তুলেছেন। পিংকি ৮২ বলে ৫৩ রান করে আউট হয়েছেন। এরপর সুপ্তার সঙ্গে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা। সু্প্তা ৫৩ ও নিগার ১১ রানে ব্যাট করছিলেন।
বুধবার প্রথম দিন স্বাগতিক পাকিস্তান ৩৮ রানে হারায় আয়ারল্যান্ডকে। ওইদিন অঘটনের শিকার ওয়েস্ট ইন্ডিজ। তাদের ৪ রানে হারিয়ে দেয় স্কটল্যান্ড।
ছয় দলের বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল উঠে যাবে আগামী ওয়ানডে বিশ্বকাপে। এ বছর সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আসর।