লা লিগার পয়েন্ট টেবিলেই কেবল নয়, সাম্প্রতিক ফর্মের বিচারেও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ইউরোপ সেরার লড়াইয়ে সেসব পাত্তা পায়নি চ্যাম্পিয়নস লিগের রাজা রিয়াল মাদ্রিদের কাছে। সান্তিয়াগো বের্নাব্যুতে শেষ ষোলো পর্বের প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ব্রাহিম দিয়াজের অসাধারণ গোল তাদের এগিয়ে থাকার স্বস্তি এনে দিয়েছে।
তবে এ ম্যাচে অসাধারণ গোল শুধু দিয়াজই করেছেন তা নয়। বরং, বাকি দুটি গোলেও সৃষ্টি হয়েছে জাদুকরী মুহূর্তের। সেখানে চিরন্তর হয়ে ওঠেছে লাতিন সৌন্দর্য। প্রথমে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো, পরে অ্যাটলেটিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের পায়ে সৃষ্টি হয়েছে ‘মোমেন্ট অব ম্যাজিক’।
ম্যাচের শুরুতেই রদ্রিগো দুর্দান্ত গতিতে জাভি গ্যালানকে পরাস্ত করে দুর্দান্ত শটে গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করেন। তবে ৩২তম মিনিটে অ্যাটলেটিকোর হুলিয়ান আলভারেজ চমৎকার এক বাঁকানো শটে সমতা ফেরান।
ম্যাচের ৫৫তম মিনিটে ব্রাহিম দিয়াজ তার দক্ষতার প্রমাণ দেন। অ্যাটলেটিকো ডিফেন্ডার হোসে হিমেনেজকে কাটিয়ে দুর্দান্ত এক নিচু শটে রিয়ালকে ফের এগিয়ে দেন তিনি। জুড বেলিংহ্যাম নিষেধাজ্ঞার কারণে না থাকলেও দিয়াজ তার জায়গা দারুণভাবে পূরণ করেন।
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের পর রদ্রিগো সম্পর্কে বলেন, সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
দ্বিতীয় লেগ আগামী ১২ মার্চ অ্যাটলেটিকোর মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে জয়ী দল সম্ভবত আর্সেনালের মুখোমুখি হবে। শেষ ষোলর প্রথম লেগে পিএসভিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে গানাররা।