ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিল টপার লিভারপুলের ২৬ ম্যাচের জয়রথ থামাল ফুলহ্যাম। আজ রোববার ক্র্যাভেন কটেজে অল রেডদের ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এদিকে, আজ ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যানচেস্টার ডার্বি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ২৫ গজ দূর থেকে নেয়া শটে গোল করে ম্যাচের ১৪ মিনিটের সময় এগিয়ে দেন লিভারপুলকে। এরপর ১৩ মিনিটের মধ্যে তিন তিনটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ফুলহ্যাম। রায়ান সেসেগনন, অ্যালেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ গোল করেন। লুইস দিয়াজ ৭২ মিনিটে গোল করে ব্যবধান কমানোর পর আশা জাগে লিভারপুলের। যদিও শেষ রক্ষা হয়নি আর্নে স্লটের দলের।
অবশ্য এই হারের পরও ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল আর ফুলহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে। শনিবার এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্সেনাল। ৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানসিটি, আর ম্যানইউ ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে।