নারী বিশ্বকাপ বাছাইপর্ব

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই নিগার সুলতানার দল টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

৩ ম্যাচের সবগুলোতে জয় পাওয়া বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। আজ দুই দলই জিতে গেলে ছয় দলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে তারা।

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখানো বাংলাদেশ পৌঁছে গেছে মূল পর্বের কাছাকাছি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই নিগার সুলতানার দল টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। একই দিন বিকাল তিনটায় থাইল্যান্ডকে হারিয়ে স্বাগতিক পাকিস্তানও পেতে পারে বিশ্বকাপের টিকিট।

৩ ম্যাচের সবগুলোতে জয় পাওয়া বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। বৃহস্পতিবার দুই দলই জিতে গেলে ছয় দলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে তারা। বাকি চারটি দল বিদায় নেবে। কেননা তখন বাকি কারো পক্ষেই আর ৮ পয়েন্ট পাওয়া সম্ভব হবে না।

থাইল্যান্ডকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অবিশ্বাস্য যাত্রার সূচনা বাংলাদেশের। এরপর আয়ারল্যান্ডকে ২ উইকেটে ও স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় নিগারের দল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নিগার। প্রস্তুতি ম্যাচে ৭০ রান করার পর বাছাইপর্বে তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮০ বলে ১০১, ৬৮ বলে ৫১ ও ৫৯ বলে ৮৩ রান। আসরের সর্বোচ্চ রানও (২৩৫) নিগারের। দ্বিতীয় সর্বোচ্চ ২০১ রান করেছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। উইকেট শিকারের তালিকায় দুইয়ে আছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস সুমনা (৮ উইকেট)।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ভারতে বসছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আসর। সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। তাদের সঙ্গে বাছাইপর্বের সেরা দুই দল যোগ দেবে।

আরও