ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনীকে ৩৯ রানে হারাল মোহামেডান

আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। আনিসুল ইসলাম ১১৮ বলে ১১৪ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৫ বলে ৪৮ রান করেন। জবাব দিতে নেমে আবাহনী ৪৭.২ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায়।

আজ বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২৮ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ও গুলশান ক্রিকেট ক্লাব ৫ উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে।

তামিম ইকবাল হার্ট অ্যাটাকে শিকার হওয়ার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ প্রথমবারের মতো মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও অবাহনী লিমিটেড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঐতিহ্যবহুল দুই দলের লড়াইয়ে আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে তামিমবিহীন মোহামেডান।

আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। আনিসুল ইসলাম ১১৮ বলে ১১৪ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৫ বলে ৪৮ রান করেন। জবাব দিতে নেমে আবাহনী ৪৭.২ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায়। নাজমুল ইসলাম শান্ত ১১৩ বলে ৮০ রানের ইনিংস খেলেও আবাহনীর হার এড়াতে পারেননি। এবাদত হোসেন ৩৬ রানে ৪ উইকেট নেন।

আজ বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২৮ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ও গুলশান ক্রিকেট ক্লাব ৫ উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে।

আরও