নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জয় পেলেন নাসির হোসেন

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে। আজ ৭ এপ্রিল সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

চিরচেনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জের হয়ে বোলিংয়ে ওপেন করেছেন নাসির। তিনি ১০ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন। গাজী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। আজ সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে। আজ ৭ এপ্রিল সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

চিরচেনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জের হয়ে বোলিংয়ে ওপেন করেছেন নাসির। তিনি ১০ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন। গাজী গ্রুপ ৪২.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এরপর অমিত মজুমদার (৭৬) ও আব্দুল মজিদের (৫৩, রিটায়ার্ড হার্ট) ব্যাটে ভর করে ৮ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। নাসির ১১ বলে করেছেন ৯ রান।

আজ এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাসিরের ক্রিকেটে ফেরার খবর নিশ্চিত করেছে। বিসিবি লিখেছে, ‘নিষেধাজ্ঞার সময় আইসিসির দেয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।’

২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব ধরণের ফরম্যাট মিলে বাংলাদেশের জার্সিতে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী নাসির হোসেন।

আরও