গোয়ালিয়রে সন্ধ্যায় ভারতের সামনে অগ্নিপরীক্ষায় বাংলাদেশ

অবসর নেয়ায় এই সিরিজে খেলবেন না শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় খেলবেন আরেক স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, জাকের আলীর মতো তরুণ।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ বারের লড়াইয়ে মাত্র একবার ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। ২০১৯ সালে দিল্লিতে স্বাগতিকদের হারালেও এরপর পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবার হেরেছে বাংলাদেশ। ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এ বছরই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে ভারতীয়রা। তারকায় ঠাসা এই দলটির সামনে আজ অগ্নিপরীক্ষা নাজমুল হোসেন শান্তদের। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০ ওভারের এই লড়াই।

স্বাগতিকরা টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছে বেশিরভাগ শীর্ষ বোলারকে। ফলে অভিষেকের সুযোগ আসতে পারে গতি বোলার মায়াঙ্ক যাদবের। স্পিনার নিতিশ রানাও সুযোগ পেতে পারেন একাদশে।

বাংলাদেশ একাদশেও বড় পরিবর্তন। অবসর নেয়ায় এই সিরিজে খেলবেন না শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় খেলবেন আরেক স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, জাকের আলীর মতো তরুণ।

তিন ম্যাচের সিরিজে ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ।

এর আগে দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত।

আরও