রোববার স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারানোর পর আজ মঙ্গলবার পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। টানা দুই জয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি সারল নিগার সুলতানার দল।
লাহোরে আজ আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট বাংলাদেশ। অধিনায়ক নিগার ৭০, ফারজানা হক পিংকি ৫০, জান্নাতুল ফেরদাউস ৪৬ রান করেন। উম্মে-হানি ৫১ রানে ৩টি ও ওয়াহিদা আক্তার ৫৮ রানে ৩টি উইকেট নেন।
জবাবে পাকিস্তান ‘এ’ দল ১০৯ রানে অলআউট হয়ে যায়। তারা টিকে ছিল ৩৯.১ ওভার। রাবেয়া খান ৭ রানে ২টি, মারুফা আক্তার ৮ রানে ২টি ও ফাহিমা খাতুন ১১ রানে ২টি উইকেট নেন।
পাকিস্তানের মাটিতে ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে বুধবার। বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড।
বাছাইপর্বে অংশ নিচ্ছে স্বাগতিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।
ছয় দলের বাছাইপর্ব শেষে শীর্ষ দুই দল উঠে যাবে বিশ্বকাপে। আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।