নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

দুই দলের শক্তির বিচারে ভারতই এগিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখিতে ভারত ১২টি জয় পেয়েছে, পাকিস্তান জিতেছে ৩টি।

চলমান নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান।

দুই দলের শক্তির বিচারে ভারতই এগিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখিতে ভারত ১২টি জয় পেয়েছে, পাকিস্তান জিতেছে ৩টি।

চলতি আসরে এটা দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। পাকিস্তান প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারায়। যদিও হারমানপ্রিত কাউরের দল শোচনীয়ভাবে হেরে বসে নিউজিল্যান্ডের কাছে। আজ জিততে মরিয়া হয়ে খেলবেন কাউর, স্মৃতি মন্ধানারা। আর পাকিস্তানও চাইবে টানা দুই জয় তুলে নিতে।

‘এ’ গ্রুপে এই দুই দল ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। এছাড়া ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি দল উঠবে সেমিফাইনালে। ২০ অক্টোবর ফাইনাল।

আরও