এআই মডেল তৈরিতে হুয়াওয়ের চিপ ব্যবহার করবে বাইটড্যান্স

হুয়াওয়ের চিপ ব্যবহার করে একটি এআই মডেল তৈরির পরিকল্পনা করছে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স। নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানান, বাইটড্যান্স এ বছর হুয়াওয়ের কাছ থেকে এক লাখ ৯১০বি অ্যাসেন্ড চিপ অর্ডার করেছে এবং এখন পর্যন্ত তারা ৩০ হাজার চিপ পেয়েছে। চিপগুলো এনভিডিয়ার এ১০০ চিপের তুলনায় পারফরম্যান্স ও দক্ষতায় উন্নত। তবে বাইটড্যান্স এখনো চিপ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি। খবর এনগ্যাজেট

আরও