আসছে অনলাইন শপিং সাইট ইন্দো-বাংলা বাজার

বাংলাদেশ ও ভারতের দুই উদ্যোক্তার যৌথ প্রয়াসে শিগগিরই শুরু হতে যাচ্ছে ইন্দো-বাংলা বাজার বা ‘আইবিবাজার ডটকম’ নামের নতুন শপিং ওয়েবসাইট। উভয় দেশের মানুষ তাদের নিজ নিজ মুদ্রায় ওয়েবসাইটটি থেকে সব ধরনের জিনিসপত্র ঘরে বসেই কিনতে পারবেন।

বাংলাদেশ ভারতের দুই উদ্যোক্তার যৌথ প্রয়াসে শিগগিরই শুরু হতে যাচ্ছে ইন্দো-বাংলা বাজার বা আইবিবাজার ডটকম নামের নতুন শপিং ওয়েবসাইট। উভয় দেশের মানুষ তাদের নিজ নিজ মুদ্রায় ওয়েবসাইটটি থেকে সব ধরনের জিনিসপত্র ঘরে বসেই কিনতে পারবেন।

আইবিবাজার ডটকমে ক্রয়কৃত পণ্যের মূল্য নিজস্ব ওয়ালেটের পাশাপাশি ব্যাংক পে, বিকাশ, রকেটসহ সব মোবাইল অনলাইন পের মাধ্যমে পরিশোধ করার সুবিধা মিলবে। বিশেষ ক্ষেত্রে থাকছে পে অন ডেলিভারির সুবিধাও। সেক্ষেত্রেও একই সুবিধা পাবেন দুই দেশের ক্রেতারা। অর্থাৎ নিজ নিজ দেশের মুদ্রা দিয়ে নিতে পারবেন তাদের পছন্দের পণ্যসামগ্রী।

আইবিবাজার ডটকমের বাংলাদেশের উদ্যোক্তা এবং অংশীদার জানান, একই প্লাটফর্মে দুই দেশে ব্যবসা পরিচালনায় মুদ্রা বিনিময় প্রধান সমস্যা। সমস্যাকে দূর করার ভাবনা থেকে আমাদের নতুন অনলাইন শপিং প্লাটফর্মের পরিকল্পনা। আমরা আশা করছি, কার্যক্রম চালুর খুব অল্প সময়ে মানসম্পন্ন সেবা দিয়ে জনপ্রিয় হবে ইন্দো-বাংলা বাজার।

কলকাতার উদ্যোক্তা আইবিবাজার ডটকমের অংশীদার ব্যবসায়ী লায়ন মুমতাহিন জিয়ন বলেন, শুধু সাধারণ ক্রেতা নন, পাইকারি খুচরা ব্যবসায়ীদের জন্যও পাশে থাকবে আইবিবাজার প্লাটফর্ম। বাংলাদেশ ভারতের কোনো সাধারণ ক্রেতা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বিশ্বের সেরা সামগ্রী। গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ভারতে শুরু করা হলেও ক্রমান্বয়ে চীন, আমেরিকা, জাপান, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া থাইল্যান্ডে প্লাটফর্মটির মাধ্যমে পণ্যসামগ্রী পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

 

 

আরও