ইরানে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইরানে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা মেটার হোয়াটসঅ্যাপ ও গুগলের গুগল প্লে অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

ইরানে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা মেটার হোয়াটসঅ্যাপ ও গুগলের গুগল প্লে অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়। খবর রয়টার্স।

ইরানে ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইরানে নিষিদ্ধ। কিন্তু এর পরও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ইরানিরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে এসব প্লাটফর্ম খুব সহজেই ব্যবহার করেন।

আইআরএনএ জানায়, সরকারের এক বৈঠকে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে স্টোরের মতো জনপ্রিয় বিদেশী প্লাটফর্মগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বৈঠকের নেতৃত্ব দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সত্তার হাশেমি জানান, ইন্টারনেট সীমাবদ্ধতা তুলে নেয়ার প্রথম পদক্ষেপ নেয়া হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোয় সরকারবিরোধী বিক্ষোভে টুইটার, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোকে আহ্বান জানায়, যাতে তারা ইরানের মতো ইন্টারনেট নিয়ন্ত্রণকারী দেশগুলোয় অনলাইনে সেন্সরশিপ এড়াতে সহায়তা করে।

ইন্টারনেটের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে ইরানের তথ্যপ্রযুক্তি নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠবে কিনা বা অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

আরও