চীনে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নতুন নির্দেশনা

ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকরণের মাধ্যমে পরিচয় যাচাইয়ের প্রযুক্তি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।

ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকরণের মাধ্যমে পরিচয় যাচাইয়ের প্রযুক্তি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)। চীন এমন একটি দেশ, যেখানে প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দেশটি অপরাধী শনাক্তকরণ, চাকরিপ্রার্থীদের যাচাই ও সংখ্যালঘুদের ওপর নজরদারি করতে ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে। সিএসি জানায়, প্রযুক্তিটি ব্যবহার করে কাউকে পরিচয় যাচাই করতে বাধ্য করা যাবে না। ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় এ নির্দেশনা দেয়া হয়েছে। যারা ফেসিয়াল রিকগনিশন ব্যবহারে সম্মত নন, তাদের জন্য বিকল্প পদ্ধতির ব্যবস্থা রাখতে হবে। খবর রয়টার্স।

আরও