অ্যান্ড্রয়েড ১৬: গুগলের নতুন বিটা আপডেট এখন শাওমি ও ওয়ানপ্লাসেও

গুগল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ১৬-এর বিটা ভার্সন আরো কয়েকটি ডিভাইসে প্রকাশ করা হয়েছে।

গুগল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ১৬-এর বিটা ভার্সন আরো কয়েকটি ডিভাইসে প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া সংস্করণটির পাবলিক বিটা শুরু হয় চলতি বছর জানুয়ারিতে। প্রথমে শুধু পিক্সেল ফোনে সীমিত থাকলেও এখন শাওমি ও ওয়ানপ্লাসও বিটা প্রোগ্রামে যোগ দিয়েছে। পিক্সেল সিরিজের পাশাপাশি এখন শাওমি ১৫, ১৪টি প্রো ও ওয়ানপ্লাস ১৩-তে এ আপডেট পাওয়া যাচ্ছে। প্রোগ্রামে অংশ নিয়ে ব্যবহারকারীরা আনুষ্ঠানিক উন্মোচনের আগেই নতুন ফিচারগুলো পরীক্ষা করে দেখতে পারবে। খবর গিজমোচায়না

আরও