প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ বিক্রি করেছে ইয়াহু। নতুন মালিক হয়েছে প্রাইভেট ইকুইটি ফার্ম রিজেন্ট। প্রতিষ্ঠানটি এর আগে পিসিওয়ার্ল্ড, ম্যাকওয়ার্ল্ড ও টেকঅ্যাডভাইজারের মালিকানা কিনে নেয়। খবর দ্য ভার্জ।
এক সময়ের টেক জায়ান্ট ইয়াহু সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, রিজেন্ট টেকক্রাঞ্চ কিনে নিয়েছে। তবে এ চুক্তির আর্থিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।
টেকক্রাঞ্চ যাত্রা শুরু করে ২০০৫ সালে । পাঁচ বছর পর এটি এওএল নামের একটি কোম্পানির মালিকানায় চলে যায়। এরপর ২০১৫ সালে এওএল অধিগ্রহণ করে ভেরাইজন। ২০১৭ সালে ভেরাইজন ইয়াহুকে কিনে নেয়। এ সময় ভেরাইজন টেকক্রাঞ্চসহ তাদের অন্য সব প্লাটফর্মকে ‘ওথ’ নামে একটি বিভাগের অধীনে নিয়ে আসে। পরে এ বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ভেরাইজন মিডিয়া।
টেকক্রাঞ্চের প্রধান সম্পাদক কনি লোইজোস বলেন, ইয়াহু টেকক্রাঞ্চ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এর ডিএনএ (মূল ধারণা) ইয়াহুর অন্যান্য পোর্টফোলিওর সঙ্গে মেলে না। বিক্রির পরও ইয়াহুর টেকক্রাঞ্চে কিছু পরিমাণ অংশীদারত্ব থাকবে।