চলতি বছরে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে পতনের পূর্বাভাস

২০২৪ সালে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোনের চালান আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা বাজারের ধীরগতির প্রবৃদ্ধি নির্দেশ করে।

২০২৪ সালে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোনের চালান আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা বাজারের ধীরগতির প্রবৃদ্ধি নির্দেশ করে। প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনেক স্মার্টফোন ব্র্যান্ড ভালো প্রবৃদ্ধি অর্জন করলেও চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের দুর্বল পারফরম্যান্সের কারণে সামগ্রিক বাজারের প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা যায়। তাছাড়া অপো তাদের সাশ্রয়ী ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনের উৎপাদন কমিয়েছে। চলতি বছর আরো কঠিন অবস্থার মুখোমুখি হতে পারে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোনের বাজার। কারণ কাউন্টারপয়েন্ট ২০২৫ সালে বাজারের সামান্য পতনের পূর্বাভাস দিয়েছে।

জ্যেষ্ঠ বিশ্লেষক জেন পার্ক বলেন, ‘চলতি বছর তেমন ভালো কিছু দেখছি না। বরং বাজারটিতে প্রথমবারের মতো প্রবৃদ্ধি কমার সম্ভাবনা রয়েছে। তবে এর মানে এই নয় যে বাজার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ করার কথা রয়েছে অ্যাপলের। এর আগেই পুনরায় সংগঠিত হতে শুরু করবে। কারণ আরো ক্ল্যামশেল ফোনের মাধ্যমে বাজারে নতুন উদ্দীপনা দেখা যাবে।’

কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদন ২০২৬ সালে প্রবৃদ্ধির ধারণাকে সমর্থন করেছে। প্রতিবেদনে ডিসপ্লে প্যানেল অর্ডারে আগের বছরের তুলনায় মাঝারি দ্বিগুণ অংকের প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। গবেষণা পরিচালক ক্যালভিন লি বলেন, ‘সাপ্লাই চেইনের তথ্য থেকে জানা গেছে যে ফোল্ডেবল ফোনের অর্ডার বাড়ছে। বাজার যে ধীরগতির হয়ে যাচ্ছে সে রকম মনে হচ্ছে না। বরং এটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে। তাই চলতি বছরে প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি দেখা যাবে।’

আরও