যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর সঙ্গে নতুন অংশীদারত্ব কর্মসূচি চালু করেছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এ কর্মসূচির মাধ্যমে যাচাইকৃত স্কুল অ্যাকাউন্টের জমা দেয়া অভিযোগের ওপর দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অর্থাৎ অ্যাপের নিয়ম লঙ্ঘন করে এমন পোস্ট বা অ্যাকাউন্টে যদি কোনো নিবন্ধিত স্কুল রিপোর্ট করে, তবে ইনস্টাগ্রাম সেসব রিপোর্ট দ্রুত পর্যালোচনা করবে ও ব্যবস্থা নেবে। খবর টেকক্রাঞ্চ।
ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা জানিয়েছে, কর্মসূচিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সব মাধ্যমিক ও হাই স্কুলে চালু রয়েছে। এর মাধ্যমে অ্যাপের নির্দেশিকা লঙ্ঘন করতে পারে এমন পোস্ট বা ছাত্রদের অ্যাকাউন্টে স্কুল সরাসরি রিপোর্ট করতে পারে। অগ্রাধিকারের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিবেদনগুলো পর্যালোচনা করা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্কুলগুলোকে সতর্কও করা হবে।
এ বিষয়ে ইনস্টাগ্রাম জানিয়েছে, এ কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষকদের সহায়তা করা, যেন তারা সহজে ও সরাসরি বুলিংয়ের মতো নিরাপত্তাবিষয়ক সমস্যাগুলোর অভিযোগ করতে পারে। অংশগ্রহণকারী সব স্কুলের প্রোফাইলে একটি অংশীদারত্ব ব্যানার থাকবে, এতে বোঝা যাবে তারা এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত। শিক্ষক, অভিভাবক, সুরক্ষাকারী ও ছাত্রদের জন্য অ্যাপটি নিরাপদে ব্যবহারের শিক্ষামূলক উৎস ও টিপস সরবরাহ করবে ইনস্টাগ্রাম।
গত বছর থেকে ৬০টি স্কুলে এ কর্মসূচির পরীক্ষা চালায় ইনস্টাগ্রাম। এতে সহযোগিতা করেছে আইএসটিই ও এএসসিডি নামের দুটি আন্তর্জাতিক সংস্থা। অন্য মার্কিন বিদ্যালয়গুলো এ কর্মসূচিতে যোগ দেয়ার জন্য অপেক্ষমাণ তালিকায় সাইন আপ করতে পারবে।
অনলাইনে নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম। উদাহরণস্বরূপ, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ কিশোর অ্যাকাউন্ট তৈরি করেছে এটি। এ অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত থাকে এবং মেসেজিংয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সঙ্গে একে অভিভাবকরা নিয়ন্ত্রণ রাখতে পারেন।