অ্যাসাসিনস ক্রিড নির্মাতার শেয়ারদর বেড়েছে ৩০%

ইউবিসফট কেনার পরিকল্পনা টেনসেন্ট ও গিলেমোটের

ভিডিও গেমস ব্যবসা পরিচালনা করা কোম্পানি টেনসেন্ট ও গিলেমোট পরিবার জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম অ্যাসাসিনস ক্রিড নির্মাতা ইউবিসফট কিনে নেয়ার পরিকল্পনা করছে। এ আলোচনা সামনে আসার পর শুক্রবার কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশের বেশি। খবর এপি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ইউবিসফট তাদের বাজামূল্য অর্ধেকেরও বেশি হারিয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির স্থিতিশীলতা নিশ্চিত করতে আলোচনা করছে টেনসেন্ট ও গিলেমোট এ আলোচনার মধ্যেই শুক্রবার ইউবিসফটের শেয়ারের দাম ৩৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রায় ১৫ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। যদিও এ বিষয়ে ইউবিসফটের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং টেনসেন্টও কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গিলেমোট পরিবার ইউবিসফটের প্রতিষ্ঠাতা। অ্যাসাসিনস ক্রিড নামে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির প্রকাশক ফ্রান্সভিত্তিক ইউবিসফট। গত মাসে কোম্পানিটির শেয়ারদর দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছায়। কারণ তাদের সর্বশেষ গেম ‘স্টার ওয়ারস আউটলসের’ হতাশাজনক পারফরম্যান্স ও নতুন অ্যাসাসিনস ক্রিড গেমটি বিলম্বিত করার ঘোষণা। বিবিসি বলছে, আগস্টে উন্মোচনের পর স্টার ওয়ারস আউটলস ভালো রিভিউ পেয়েছিল, কিন্তু গেমটিতে অনেক বাগ ও গ্লিচ ছিল। ফলে এর বিক্রি প্রত্যাশার চেয়ে কম হয়। এছাড়া স্কাল অ্যান্ড বোনস গেমটি অনেক বিলম্বের পরে মুক্তি পেয়েও নেতিবাচক পর্যালোচনা পায়। ফলে কোম্পানিটি কীভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন গেমাররা। ইউবিসফটের প্রধান নির্বাহী (সিইও) ইভেস গিলেমোট গত সপ্তাহে একটি বিবৃতিতে বলেছেন, ‘কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের পারফরম্যান্স আমাদের প্রত্যাশার তুলনায় খারাপ হয়েছে।’

অ্যাসাসিনস ক্রিড শ্যাডোর মুক্তি পেছানোর ঘোষণা আসার পর গত মাসের শেষ সপ্তাহে ফরাসি স্টক এক্সচেঞ্জে ইউবিসফটের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ কমে যায়। কোম্পানিটির এমন দুরবস্থা জুনের মাঝামাঝি থেকেই চলছে। তিন মাসের মধ্যে শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমে যায়।

গেম প্রেসারের ওয়েবসাইট বলছে, যদিও কোম্পানিটি অনেক বড় বড় গেম প্রকাশ করেছে, কিন্তু ২০২১ সাল থেকে ইউবিসফটের শেয়ারের দাম ব্যাপকভাবে কমে গেছে। স্টার ওয়ার্স, অ্যাভাটার ও মারিওরস মতো জনপ্রিয় সিরিজ থাকার পরও কোম্পানি নিয়ে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে।

জনপ্রিয় গেম ফ্র্যাঞ্চাইজির জন্য সুপরিচিত কোম্পানি ইউবিসফট ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের সবচেয়ে বিখ্যাত কিছু ভিডিও গেম হলো অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজের অ্যাসাসিনস ক্রিড, ফার্স্ট-পারসন শুটার সিরিজ ফার ক্রাই, ট্যাকটিক্যাল শুটার সিরিজ রেইনবো সিক্স, অ্যাকশন গেম দ্য ডিভিশন ও জাস্ট ডান্স। ইউবিসফট তাদের আকর্ষণীয় গল্প ও নতুন ধরনের গেম প্লের জন্য জনপ্রিয়।

হাই-প্রোফাইল গেম প্রকাশ সত্ত্বেও হতাশাজনক আর্থিক ফলের কারণে সাম্প্রতিক বছরগুলোয় কোম্পানিটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

আরও