ইন্টারনেট হঠাৎ ধীরগতি হয়ে গেলে বা নেটওয়ার্কে অপরিচিত ডিভাইস যুক্ত হলে বুঝতে হবে এটি কোনো সাধারণ সমস্যা নয়। বরং হতে পারে অপরিচিত কেউ আপনার ব্যক্তিগত রাউটার থেকে ওয়াই-ফাইয়ের সংযোগ ব্যবহার করছে। রাউটার হ্যাক হলে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে সাইবার আক্রমণের আশঙ্কাও বাড়ে। তাই দেরি না করে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে কিছু লক্ষণ চিহ্নিত করা জরুরি। নেটওয়ার্ক অনুপ্রবেশ চিহ্নিত করার উপায়—
রাউটারের বাতি পরীক্ষা করা
সব ডিভাইস বন্ধ রেখে রাউটারের ওয়াই-ফাইয়ের লাইট পর্যবেক্ষণ করতে হবে। যদি এটি বন্ধ না হয়, তবে অপরিচিত কোনো ডিভাইস সংযোগ করা হয়ে থাকতে পারে।
রাউটারে লগইন করতে না পারলে সতর্ক হওয়া
পাসওয়ার্ড হঠাৎ পরিবর্তন হয়ে গেলে বুঝতে হবে কেউ সেটি হ্যাক করেছে। হ্যাকাররা প্রবেশ করলে নিরাপত্তা সেটিংস পরিবর্তন ও ফায়ারওয়াল বন্ধ করে দিতে পারে।
ইন্টারনেটের স্পিড নিয়ে সচেতনতা
নেটওয়ার্ক দুর্বল হলে বা সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হলে বুঝতে হবে অপরিচিত কেউ ব্যান্ডউইথ ব্যবহার করছে। অননুমোদিত ব্যবহারকারীরা ব্যান্ডউইথ ব্যবহার করলে ইন্টারনেটের গতি কমে যায়, বাফারিং হয় ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সমস্যা এড়াতে ওয়াই-ফাই নেটওয়ার্কের এসএসআইডি (নেটওয়ার্কের নাম) পরিবর্তন করতে হবে। ডিফল্ট নামের পরিবর্তে অন্য যেকোনো নাম ব্যবহার করা যেতে পারে।
ওয়েবসাইটে রিডিরেক্ট হওয়া
যদি ব্রাউজার ইচ্ছামতো অপরিচিত কোনো সাইটে নিয়ে যায়, তবে বুঝতে হবে রাউটারের ডিএনএস সেটিংস পরিবর্তন করা হয়েছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
স্মার্ট ডিভাইসের অস্বাভাবিক আচরণ করা
যদি স্মার্ট ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে কেউ দূর থেকে সেগুলো নিয়ন্ত্রণ করছে।
নেটওয়ার্ক স্ক্যানিং অ্যাপের ব্যবহার
বাড়তি নিরাপত্তায় ওয়াই-ফাই স্ক্যানিং অ্যাপ ব্যবহার করে নেটওয়ার্কে সংযুক্ত সব ডিভাইস চিহ্নিত করা যেতে পারে। এক্ষেত্রে সন্দেহজনক কিছু পেলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
রাউটারের লগ পরীক্ষা
সাম্প্রতিক লগ বিশ্লেষণ করে নতুন বা অপরিচিত আইপি ও ম্যাক ঠিকানা পরীক্ষা করতে হবে। এটি বাইরের অনুপ্রবেশকারীর উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করবে।
আইএসপি থেকে অস্বাভাবিক নেটওয়ার্ক কার্যক্রমের বার্তা
ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি সন্দেহজনক ট্রাফিক শনাক্ত করে সতর্কবার্তা পাঠায়, তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না।
পুরনো রাউটার পরিবর্তন
অনেকেই বছরের পর বছর পুরনো রাউটার ব্যবহার করেন, যা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। পাঁচ বছরের বেশি পুরনো রাউটার হলে সেটি পরিবর্তন করাই ভালো।
অ্যান্ড্রয়েড পুলিশ অবলম্বনে