নতুন এআই মডেল আনল আলিবাবা

নতুন এআই মডেল চালু করেছে চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা।

নতুন এআই মডেল চালু করেছে চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। চীনের স্টার্টআপ ডিপসিক এআই মডেলের নতুন সংস্করণ প্রকাশের একদিন পরই বৃহস্পতিবার নিজেদের কুয়েন সিরিজের সর্বশেষ এআই মডেল চালু করেছে আলিবাবা ক্লাউড। খবর আলিজিলা।

ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় কোম্পানিটি লিখেছে, তাদের নতুন এআই মডেলটির নাম ‘কুয়েন২.৫-ওমনি-৭বি’। এটি একটি মাল্টিমোডাল মডেল, যা টেক্সট, ছবি, অডিও এবং ভিডিওসহ একাধিক ইনপুট প্রক্রিয়া করতে পারে। সেই সঙ্গে রিয়েল-টাইম টেক্সট ও আলাপচারিতায় স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে।

আলিবাবা বলেছে, এআইয়ের মডেলটি উচ্চ মান ও উচ্চ সক্ষমতাসম্পন্ন। মোবাইল ফোনের মতো আধুনিক বিভিন্ন ডিভাইস যেমন ট্যাবলেট ও ল্যাপটপে মডেলটি ব্যবহার করা যাবে। এ অনন্য সংমিশ্রণটি এটিকে সৃজনশীল, খরচ-সাশ্রয়ী এআই এজেন্ট তৈরির নিখুঁত ভিত্তি তৈরি করেছে, যা ভয়েস অ্যাপ্লিকেশনগুলোয় কার্যকর মান তৈরি করে। যেমন একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে রিয়েল-টাইম অডিও বর্ণনার মাধ্যমে বিভিন্ন পরিবেশে চলাচলে সহায়তার জন্য এ এআই মডেলটিকে ব্যবহার করা যেতে পারে।

আলিবাবার নতুন মডেলটি এআই ডেভেলপমেন্ট প্লাটফর্ম ‘হাগিং ফেইস’ ও ‘গিটহাব’ প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। যার অতিরিক্ত অ্যাকসেস রয়েছে কুয়েন চ্যাট এবং আলিবাবা ক্লাউডের ওপেন-সোর্স কমিউনিটি মডেলস্কোপের মাধ্যমে। কয়েক বছর ধরে আলিবাবা ক্লাউড ২০০টিরও বেশি জেনারেটিভ এআই মডেল ওপেন-সোর্স তৈরি করেছে। ওপেন সোর্স সফটওয়্যারের এমন এক ধরন, যেখানে এর সোর্স কোড যে কেউ পেতে পারেন। ফলে কারিগরি জ্ঞানসম্পন্ন যে কেউ এ মডেল নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন।

আকারে ছোট হলেও ‘কুয়েন২.৫-ওমনি-৭বি’ মডেলটি অসাধারণ পারফরম্যান্স দেয়। এটি অনেক ধরনের ডাটা যেমন ইমেজ, ভিডিও, অডিও এবং টেক্সটের ওপর প্রশিক্ষিত। মডেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি ভয়েস কমান্ড অনুসরণেও ভালো পারফরম্যান্স দেয়, যেমনটি টেক্সট ইনপুটের সঙ্গে পাওয়া যায়। ওমনি বেঞ্চের পরীক্ষা অনুযায়ী, যখন একাধিক ধরনের ইনপুট যেমন ভিজুয়াল, অডিও, টেক্সট একসঙ্গে কাজ করতে হয়, ‘কুয়েন২.৫-ওমনি-৭বি’ অত্যাধুনিক পারফরম্যান্স দেখায়।

এর আগে জানুয়ারির শেষের দিকে নিজেদের আপডেটেড ‘কুয়েন ২.৫’ নামের এআই মডেলটি আত্মপ্রকাশ করেছে এবং এ মাসের শুরুতে তাদের এআই সহকারী টুল কোয়ার্কের এক নতুন সংস্করণও প্রকাশ করেছে আলিবাবা।

আরও