বিশ্বের জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে যে শুধু কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখা যায়, তা কিন্তু নয়। এখানে বৈধভাবেই অসংখ্য মুভি ও টিভি শো দেখা যায়। এর জন্য ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই। এসব কনটেন্টের অনেকগুলো বিনামূল্যে দেখা যায়। তবে সেক্ষেত্রে বিজ্ঞাপন দেখাবে। ইউটিউবে যেভাবে পূর্ণদৈর্ঘ্যের মুভি খোঁজা ও বৈধভাবে উপভোগ করা যাবে—
ইউটিউবে মুভি ও টিভি শোর পুরোদস্তুর লাইব্রেরি রয়েছে। যেকোনো ব্রাউজার বা ইউটিউব অ্যাপ থেকে প্লাটফর্মটি চালু করতে হবে। ব্রাউজার থেকে বাম পাশে ‘ইয়োর মুভিস অ্যান্ড টিভি’ ও ইউটিউব অ্যাপে প্রোফাইল আইকন থেকে ‘মুভিস অ্যান্ড টিভি’ অপশন পাওয়া যাবে। এখান থেকে কিনে, ভাড়া নিয়ে বা বিনামূল্যে মুভি দেখা যাবে। বিনামূল্যে কোনো মুভি দেখলে স্বাভাবিকভাবেই কনটেন্টের মাঝে বিজ্ঞাপন দেখতে হবে। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা থাকলে কোনো প্রকার বাধা ছাড়াই আপনার পছন্দের মুভি ও টিভি শোটি উপভোগ করা যাবে। ইউটিউবের মুভি ও টিভি শোর লাইব্রেরি বেশ সমৃদ্ধ। তবে নতুন মুক্তি পাওয়া মুভি বা শো বিনামূল্যে সাধারণত দেখা যায় না। এর জন্য ভাড়া নিতে হয়, নয়তো কিনতে হয়।
লাইব্রেরির পাশাপাশি বৈধভাবেই অনেক চ্যানেলে মুভি ও টিভি শো দেখা যায়। কারণ এসব চ্যানেলের লাইসেন্স রয়েছে। তবে সব চ্যানেল যে বৈধভাবে মুভি দেখিয়ে থাকে, তা কিন্তু নয়। লাইসেন্স থাকলে যে কোম্পানি থেকে করা হয়েছে, তা তাদের চ্যানেলে উল্লেখ করা থাকবে। এসব চ্যানেল থেকে বিনামূল্যে যেকোনো মুভি বা টিভি শো দেখা যায়। তবে প্লাটফর্মের পলিসি অনুসারে বিজ্ঞাপন দেখাবে। ইউটিউবে এ ধরনের অসংখ্য চ্যানেল পাওয়া যাবে। তবে লাইসেন্সের বিষয়টি ব্যবহারকারীকে যাচাই করে নিতে হবে।
যেহেতু গুগল ও ইউটিউব একই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে যুক্ত থাকে, সেহেতু গুগল প্লে থেকে কোনো মুভি বা টিভি শো কিনলে বা ভাড়া নিলে তা ইউটিউব থেকে উপভোগ করা যাবে। ব্রাউজার থেকে ‘ইয়োর মুভিস অ্যান্ড টিভি’ ও ইউটিউব অ্যাপ থেকে ‘মুভিস অ্যান্ড টিভি’ অপশনের অধীনে ‘এক্সপ্লোর’ সেকশন পাওয়া যাবে। সেখানে ‘পারচেজড’ ট্যাবে কেনা বা ভাড়া নেয়া কনটেন্ট পাওয়া যাবে। এখান থেকে বিনা বিজ্ঞাপনে এগুলো উপভোগ করা যাবে।
বৈধভাবে বিনামূল্যে মুভি ও টিভি শো দেখার ভালো একটি মাধ্যম হতে পারে ইউটিউব। যদিও নতুন মুক্তি পাওয়া কনটেন্ট বিনামূল্যে সাধারণত দেখা যায় না, তবে অন্যান্য মাধ্যমের সাবস্ক্রিপশন শেষ হলে জরুরি ভিত্তিতে বিনোদনের জন্য প্লাটফর্মটির ওপর নির্ভর করা যেতে পারে।