রে-ব্যান স্মার্ট গ্লাসে ডিসপ্লে করতে পারে মেটা

রে-ব্যান স্মার্ট গ্লাসে (চশমা) ডিসপ্লে যুক্ত করতে যাচ্ছে মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড। আগামী বছরের মধ্যেই এ ডিসপ্লে চশমাটির নতুন সংস্করণ দেখা যেতে পারে।

রে-ব্যান স্মার্ট গ্লাসে (চশমা) ডিসপ্লে যুক্ত করতে যাচ্ছে মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড। আগামী বছরের মধ্যেই এ ডিসপ্লে চশমাটির নতুন সংস্করণ দেখা যেতে পারে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নতুন সংস্করণ উন্মোচন করা হতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। খবর এনগ্যাজেট।

মেটাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চশমার কাচের ছোট অংশজুড়ে থাকবে ডিসপ্লে। মেটার এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ডিসপ্লেতে নোটিফিকেশন দেখা যাবে, আবার উত্তরও দেয়া যাবে। প্রতিষ্ঠানটির পুরোপুরি মিক্সড-রিয়ালিটি ডিভাইসে পরিণত করার পরিকল্পনা নেই।

মিক্সড-রিয়ালিটির জন্য সম্প্রতি মেটা ওরিয়ন এআর গ্লাস উন্মোচন করেছে। তবে এটি বাজারে আসতে আরো বেশ কয়েক বছর লেগে যেতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওরিয়ন এআর গ্লাসের ডেভেলপমেন্ট বেশ এগিয়েছে। বাণিজ্যিকভাবে মুক্তি দেয়ার সম্ভাবনা রয়েছে। চশমাটির ইন-হাউজ প্রটোটাইপ থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

প্রটোটাইপ এআর গ্লাস ওরিয়নকে ‘বিশ্বের সবচেয়ে উন্নত চশমা’ হিসেবে উল্লেখ করেন জাকারবার্গ। হলোগ্র্যাফিক প্রযুক্তি চশমায় সংযুক্ত করলে তার ওজন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওরিয়নের ওজন ১০০ গ্রামেরও কম। তাছাড়া এটি পরে কম্পিউটিং পরিচালনার জন্য অন্য হেডসেট বা স্মার্ট গ্লাসের মতো অতিমাত্রায় হাতের নড়াচড়া করতে হবে না। ওরিয়নে ব্যবহার করা হয়েছে ‘নিউরাল ইন্টারফেস’, যা হাতের সূক্ষ্ম নড়াচড়ার মাধ্যমে কাজ করে। জাকারবার্গ বলেন, ‘এসব তৈরিতে প্রযুক্তিগত যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, তা অবিশ্বাস্য রকম কঠিন।’ তবে গ্লাসটি কবে নাগাদ বাজারে আসবে, তা জানানো হয়নি।

মেটা যতটা আশা করেছিল রে-ব্যান স্মার্ট গ্লাস তার চেয়েও বেশি জনপ্রিয়তা পেয়েছে। এর প্রধান কারণ চশমার ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় ও কার্যক্ষমতাও দুর্দান্ত। বর্তমান মডেলে ইন-ইয়ার স্পিকার, ক্যামেরা, মাইক্রোফোন ও মেটার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার সুবিধা রয়েছে।

অধিকাংশ ব্যবহারকারীর কাছে চশমার সরল ডিজাইনের পাশাপাশি ছবি ও ভিডিও তোলার ফিচার পছন্দ হয়েছে। নতুন করে ডিসপ্লে যুক্ত করার পর সরল ডিজাইন নষ্ট হবে না ও দাম বাড়বে না বলে প্রত্যাশার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।

আরও