টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৩ অঙ্গরাজ্যে মামলা

তরুণ ব্যবহারকারীদের ক্ষতি করা ও তাদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যসহ ওয়াশিংটন ডিসিতে নতুন মামলার মুখোমুখি হয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যে পৃথকভাবে দায়ের করা এসব মামলায় দাবি করা হয়, টিকটকের ফিচার আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে, যা শিশুদের বেশি সময় ধরে অ্যাপটি ব্যবহারের প্রতি আকর্ষণ ও কনটেন্ট মডারেশনসংক্রান্ত ভুল তথ্য প্রদান করে। খবর রয়টার্স।

ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলছেন, ‘‌টিকটক ব্যবসায়িকভাবে লাভবান হতে সামাজিক মিডিয়া আসক্তি তৈরি করছে। এক্ষেত্রে তারা শিশুদের লক্ষ্যবস্তু করছে। কারণ বেশির ভাগ ক্ষেত্রে শিশুরা ভালো-মন্দ বিচার করতে জানে না ।’ নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস উল্লেখ করেছেন তরুণরা টিকটকের মতো প্লাটফর্মগুলোর কারণে মানসিক স্বাস্থ্যসংশ্লিষ্ট সমস্যায় ভুগছে।

ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব দাবি করেছেন, টিকটক লাইভ স্ট্রিমিং ও ভার্চুয়াল মুদ্রা ফিচারের মাধ্যমে অনুমোদনহীন অর্থ স্থানান্তর ব্যবসা পরিচালনা করছে। তিনি বলেছেন, টিকটক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হিসেবে বিপজ্জনক, কারণ এটি আসক্তির জন্য ডিজাইন করা হয়েছে।

এ বিষয়ে টিকটক বলছে, তাদের বিরুদ্ধে করা অনেক অভিযোগ অযৌক্তিক ও বিভ্রান্তিকর মনে করছে কোম্পানিটি। এছাড়া রাজ্যগুলো যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতা করার পরিবর্তে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে, যা হতাশাজনক বলে উল্লেখ করেছে টিকটক। ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি জানায়, তারা সুরক্ষার কথা বিবেচনা করে বিভিন্ন ফিচার যেমন স্ক্রিনের সময়সীমা নির্ধারণ ও ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য গোপনীয়তা সেটিংস চালু করেছে। এর আগে গত আগস্টে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

আরও