অ্যাপল ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী হেডসেট আনছে স্যামসাং

অ্যাপলের হেডসেট ‘ভিশন প্রো’র মতো নতুন একটি ডিভাইস আনছে স্যামসাং।

অ্যাপলের হেডসেট ‘ভিশন প্রো’র মতো নতুন একটি ডিভাইস আনছে স্যামসাং। প্রজেক্ট মুহান নামের হেডসেটটি প্রযুক্তি বাজারে ৩৫ হাজার ডলার মূল্যের অ্যাপল ভিশন প্রোর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে দাবি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সিএনবিসিকে এসব তথ্য জানিয়েছেন।

চলতি বছর বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে হেডসেটটি প্রদর্শন করা হয়। তবে ডিভাইসটির গঠন প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পণ্যটিকে এক্সটেন্ডেড রিয়ালিটি বা এক্সআর ডিভাইস হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি, যার লক্ষ্য ডিজিটাল ও বাস্তব জগৎকে একত্র করা।

স্যামসাংয়ের তথ্যানুযায়ী, হেডসেটের সামনের লেন্সে চারটি ক্যামেরা থাকবে। এর মাধ্যমে এটি বাইরের জগৎ দেখতে ও বুঝতে পারবে। পাশে থাকা তিনটি সুইচের মাধ্যমে ক্যামেরাগুলোর দৃষ্টিসীমা নিয়ন্ত্রণ করা যাবে। তবে হেডসেটটি নিজেও পরিস্থিতি বুঝে কাজ করবে এবং চারপাশে থাকা বাস্তব পরিবেশ বাদ দিয়ে ব্যবহারকারীর পছন্দমতো পরিবেশ তৈরি করতে পারবে।

এ ডিভাইসের জন্য একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম তৈরি করতে কোয়ালকম ও গুগল উভয়ের সঙ্গে কাজ করেছে স্যামসাং। গত বছরের ডিসেম্বরে স্যামসাং জানিয়েছিল, হেডসেটটিতে গুগল জেমিনি ইনস্টল করা হবে।

সিএনবিসিকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্যামসাংয়ের মোবাইল বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক চোমেট বলেন, ‘আমার কাছে প্রজেক্ট মুহান একটি যুগান্তকারী প্রযুক্তি। উন্নত দৃষ্টি ক্ষমতা ও বুদ্ধিমত্তার সমন্বয়ে ডিভাইসটি ব্যবহারকারীর উদ্দেশ্য বুঝতে পারবে।’

ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজের স্মার্টফোন উন্মোচনের সময় গত জানুয়ারিতে ভবিষ্যতের পণ্যগুলো সম্পর্কে ধারণা দিয়েছিল স্যামসাং। ওই সময় হুয়াওয়ের মেট এক্সটির মতো একটি ট্রাইফোল্ড স্মার্টফোন ও প্রজেক্ট মুহান হেডসেটও ছিল।

আরও