চ্যাট, কল ও চ্যানেলে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে চ্যাট, কল ও চ্যানেলে নতুন কিছু ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে চ্যাট, কল ও চ্যানেলে নতুন কিছু ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের মেসেজিং ও কলিং অভিজ্ঞতা আরো সহজ, স্মার্ট ও উন্নত করতে এ ফিচারগুলো যুক্ত করা হয়েছে। খবর টেকরাঞ্চ।

নতুন ফিচারের মধ্যে গ্রুপ চ্যাটে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা দেখতে চ্যাটের ওপর ‘অনলাইন’ নির্দেশক যুক্ত হয়েছে। এছাড়া ‘নোটিফাই ফর’ নামে নতুন সেটিংসে ব্যবহারকারীদের মেনশন, রিপ্লাই, সেভ করা কন্টাক্ট বা সব নোটিফিকেশনের মধ্যে বেছে নেয়ার সুবিধাও পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ বলছে, আইফোন ব্যবহারকারীদের জন্য এসেছে আরো কিছু সুবিধা। এখন অ্যাপ থেকেই অ্যাটাচমেন্ট অপশন ব্যবহার করে ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচারে ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সেভ করা যাবে। এছাড়া আইফোনে হোয়াটসঅ্যাপকে ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ হিসেবে সেট করার সুযোগ মিলবে। ভিডিও কলে জুম ইন করার অপশনও যুক্ত হয়েছে।

হোয়াটসঅ্যাপের ভিডিও কল আরো উন্নত করতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কল ড্রপ ও ভিডিও ফ্রিজিং কমাবে। উন্নত ব্যান্ডউইডথ ডিটেকশনের মাধ্যমে এখন এইচডি মানের ভিডিও কল করা যাবে।

এছাড়া গ্রুপ চ্যাটের পাশাপাশি এখন ১:১ চ্যাটেও ইভেন্ট তৈরি করা যাবে। ইভেন্টে ‘মেবি’ আরএসভিপি, প্লাস ওয়ান ইনভাইট, শেষ তারিখ ও সময় যোগ করার পাশাপাশি ইভেন্ট পিন করার সুবিধা মিলবে। আবার ১:১ কলে অন্য কাউকে যুক্ত করতে স্ক্রিনের ওপরে থাকা কল আইকনে ট্যাপ করে ‘অ্যাড টু কল’ নির্বাচন করতে হবে।

চ্যানেল ফিচারেও এসেছে বেশকিছু আপডেট। এখন চ্যানেল অ্যাডমিনরা ছোট ভিডিও রেকর্ড করে ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে পারবে। চ্যানেলের কিউআর কোড শেয়ার করার সুযোগ মিলবে। পাশাপাশি ভয়েস মেসেজের লিখিত সারাংশ দেখার সুবিধাও চালু হয়েছে, যা ব্যস্ত সময়েও দ্রুত আপডেট পেতে সাহায্য করবে।

আরও