প্রতিবার সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও স্ট্রিমিং বা গেম খেলার সময় ব্যবহারকারীর অজান্তেই বিশাল পরিমাণে তথ্য সংগ্রহ করছে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো। জনপ্রিয় এসব অ্যাপ শুধু নিজেদের প্রয়োজনে নয়, মুনাফার লক্ষ্যে তৃতীয় পক্ষের সঙ্গেও এসব তথ্য ভাগ করে নিচ্ছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। অ্যাপগুলো ব্যবহারকারীর আচরণ, অবস্থান, পছন্দসহ নানা তথ্য সংগ্রহ করে এবং সেগুলো বিজ্ঞাপনদাতা বা অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করে। তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়লেও অধিকাংশ ব্যবহারকারী এ নজরদারির বিষয়টি জানে না কিংবা গুরুত্ব দেয় না। এমন কিছু অ্যাপ হলো—
ক্যান্ডি ক্রাশ সাগা
বেশ জনপ্রিয় একটি গেম ক্যান্ডি ক্রাশ সাগা। প্রথম দেখায়, একে শুধুই একটি গেম বলে মনে হতে পারে। তবে প্রযুক্তিবিদদের দেয়া তথ্যানুযায়ী, অন্যান্য গেমিং অ্যাপের মতো ক্যান্ডি ক্রাশ ব্যবহারকারীর ডাটা বিশ্লেষণের জন্য সংগ্রহ করলেও এটি আরো এক ধাপ এগিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রায় ৮ দশমিক ৬ শতাংশ তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করে নেয়।
ডুয়োলিংগো
ভাষা শেখাকে সহজ ও উপভোগ্য করে তুলতে চাইলেও অ্যাপটি অ্যাকাউন্ট খোলার মুহূর্ত থেকেই ব্যবহারকারীর কাছ থেকে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।
ডুয়োলিংগোর প্রাইভেসি পলিসি অনুযায়ী, তারা ওপেনএআইয়ের সঙ্গে ব্যবহারকারীর তথ্য শেয়ার করতে পারে এবং অ্যাপ ব্যবহারের সময় কোনো ব্যক্তিগত তথ্য না দিতে স্পষ্টভাবে পরামর্শ দেয়। বিভিন্ন প্রতিবেদন বলছে, অ্যাপটি যে পরিমাণ তথ্য সংগ্রহ করে, তার মধ্যে প্রায় ২০ শতাংশ তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করে।
অ্যামাজন ও প্রাইম ভিডিও
অ্যাপ দুটি ব্যবহারকারীর কেনাকাটার ইতিহাস, দেখার অভ্যাস, ডিভাইস-সংক্রান্ত তথ্য ও অবস্থান থেকে শুরু করে নানা ধরনের তথ্য সংগ্রহ করে একটি বিশদ প্রোফাইল তৈরি করে। এসব তথ্য বিজ্ঞাপন ও সুপারিশ অ্যালগরিদম চালানোর জন্য ব্যবহৃত হয়। ফোনে অ্যামাজন অ্যাপ থাকলে এটি ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্ট, ছবি, ওয়াই-ফাই পাসওয়ার্ড এমনকি কিছু ক্ষেত্রে ক্রেডিট হিস্ট্রির অংশ পর্যন্ত পেয়ে যায়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে।
লিংকডইন
চাকরি খোঁজার জন্য লিংকডইনে নিজের শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, যোগাযোগের তথ্য ইত্যাদি দেয়া স্বাভাবিক বিষয়। তবে অ্যাপটি ব্যবহারকারীর সম্পর্কে জেনে নেয় আরো অনেক কিছু। প্রয়োজনীয় তথ্য ছাড়াও আইপি অ্যাড্রেস, প্রক্সি সার্ভার, অপারেটিং সিস্টেম, এমনকি ব্রাউজারে থাকা অ্যাড-অন পর্যন্ত সংগ্রহ করে লিংকডইন। সম্প্রতি প্লাটফর্মটি স্বীকার করেছে, ব্যবহারকারীর ডাটা এআই মডেল প্রশিক্ষণের জন্যও ব্যবহার হয়। তবে কেউ চাইলে এটা বন্ধ করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, সব মিলিয়ে ব্যবহারকারীর ৭৪ দশমিক ৩ শতাংশ তথ্য সংগ্রহ করে লিংকডইন এবং এর ৩৭ শতাংশ তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করে।
সোশ্যাল মিডিয়া অ্যাপ
মেটা মালিকানাধীন অ্যাপ যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহে সবচেয়ে আলোচিত। প্রতিটি অ্যাপ ব্যবহারকারীর ৯১ দশমিক ৪ শতাংশ পর্যন্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। আরো উদ্বেগের বিষয় হলো, যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো সেবায় সাইন আপ করা হয়, সেক্ষেত্রে মেটার হাতে আরো বেশি পরিমাণে তথ্য পৌঁছে যায়। ফলে গোপনীয়তা রক্ষার দিক থেকে এসব অ্যাপ ব্যবহারকারীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।
—মেকইউজঅব অবলম্বনে