নিজস্ব অপারেটিং সিস্টেমে ফোল্ডেবল স্মার্টফোন আনল হুয়াওয়ে

নতুন ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।

নতুন ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। ‘পিউরা এক্স’ নামের স্মার্টফোনটিতে প্রতিষ্ঠানটির নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস ফাইভ প্রথমবার ব্যবহার করা হচ্ছে। গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএসের কার্যকর বিকল্প তৈরির লক্ষ্য নিয়ে ফোল্ডেবল স্মার্টফোনটির উন্মোচন করেছে হুয়াওয়ে। খবর সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভাঁজ করার আগে পিউরা এক্সের ডিসপ্লে ৬ দশমিক ৩ ইঞ্চি, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। ফলে ডিভাইসটির স্ক্রিন অন্যান্য বেশির ভাগ স্মার্টফোনের তুলনায় আরো চওড়া আকৃতির। ভাঁজ করা হলে ফোনটি কমপ্যাক্ট স্কয়ার আকার ধারণ করে। তখন এর সামনে থাকে ৩ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে ও ক্যামেরা। পিউরা এক্সের দাম শুরু হচ্ছে ৭ হাজার ৪৯৯ ইউয়ান (১ হাজার ৩৭ ডলার) থেকে।

বিশেষজ্ঞদের মতে, দুটি কারণে পিউরা এক্স হুয়াওয়ের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত, ২০২৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রয় হঠাৎ করে ধাক্কা খেলেও তারা চীনের বাজারে আবার শক্তভাবে ফিরে এসেছে। বর্তমানে কোম্পানিটি প্রতিদ্বন্দ্বীদের থেকে আলাদা হয়ে ওঠার জন্য অভিনব ও নতুন ডিভাইস বাজারে আনার লক্ষ্যে কাজ করছে, যার মধ্যে একটি ট্রাই-ফোল্ড স্মার্টফোনও রয়েছে। শেনঝেন-ভিত্তিক এ কোম্পানি এখন চীনে অ্যাপলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যমতে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) চীনে হুয়াওয়ের বাজার হিস্যা বেড়ে ১৬ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ১৩ দশমিক ৭ শতাংশ। একই সময় অ্যাপলের বাজার হিস্যা ২০ শতাংশ থেকে কমে ১৭ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।

পিউরা এক্স হলো হুয়াওয়ের প্রথম ডিভাইস, যা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ হারমনি ওএস ফাইভে চলবে। এটি গত নভেম্বরে ‘হারমনি ওএস নেক্সট’ নামে প্রথম চালু হয়। উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে গুগলকে হুয়াওয়ের সঙ্গে কাজ বন্ধ করতে হয়েছিল।

আরও