উইন্ডোজ ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের জন্য কিছু বিধি-নিষেধ নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন বছরে নির্দিষ্ট কিছু ডিভাইসে মেসেজিং অ্যাপটির ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে। ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকেই বিশ্বজুড়ে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে আর হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না। পরবর্তীতে নির্দিষ্ট কিছু মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন পুরনো মডেলের আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। খবর লাইভমিন্ট সিএনবিসি।

নির্দিষ্ট মডেলের ডিভাইসে অ্যাপটি ব্যবহারের সুবিধা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ গ্রাহকদের আগেই জানিয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মুহূর্ত থেকে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না। পরিকল্পনার অংশ হিসেবে গত জুলাই থেকে মাইক্রোসফট স্টোরে পুরনো ভার্সনের ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ তুলে নেয়া হয়েছে।

একইভাবে অ্যান্ড্রয়েড দশমিক দশমিক অপারেটিং সিস্টেম ব্যবহারকারী কিংবা এরও আগের ভার্সনের ডিভাইসগুলোয় বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের সেবা। আইওএস এবং তার আগের আইফোনের জন্য সেবা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। নির্দিষ্ট এসব ভার্সনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন আইফোনে হোয়াটসঅ্যাপের সেবা বন্ধ হবে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে।

তবে নতুন বছরের শুরুতে উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের বিশেষ একটি সুবিধার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এজন্য ৩১ ডিসেম্বরের মধ্যেই উইন্ডোজ ফোনের গ্রাহকদের হোয়াটসঅ্যাপের এক্সপোর্ট চ্যাপ অপশনে গিয়ে তাদের পুরনো চ্যাট রেকর্ড সংরক্ষণ করতে পারবে। একইভাবে আগের সব রেকর্ড সংরক্ষণ করতে পারবে অ্যান্ড্রয়েন্ড আইফোনের পুরনো ভার্সনের গ্রাহকরাও।

এদিকে যেসব ভার্সনের ডিভাইস ব্যবহারকারী নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে, তার একটি তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তালিকায় রয়েছে অ্যান্ড্রয়েড দশমিক শূন্য দশমিক প্লাস অপারেটিং সিস্টেম এবং আইওএস প্লাস অপারেটিং সিস্টেম। ভারতের জিওফোন এবং জিওফোন২-এর গ্রাহকরাও নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে।

আরও