গরম, ধুলা, ময়লা, রোদ, বৃষ্টি নারী-পুরুষ চেনে না। সবার ত্বকেরই সমান ক্ষতি করে। এছাড়া ব্রণ, মরাকোষ জমা, কালো ছোপ পড়া পুরুষেরও সবই হয় নারীদের মতোই। তাই ত্বকের পরিচর্যায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন বেশ সচেতন। ঈদ আনন্দেও নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের প্রবণতা বেড়েছে ছেলেদের মধ্যে।
দুই দশক আগেও ছেলেদের রূপচর্চা কেবল হেয়ার কাটিং ও শেভিংয়ে সীমাবদ্ধ ছিল। এখন ছেলেদের অনেকেই নিজেদের তারুণ্য ধরে রাখতে বিভিন্ন ধরনের ফেসিয়াল ও স্কিন কেয়ার সার্ভিস নিয়ে থাকেন। মেয়েদের পাশাপাশি রূপচর্চার কেন্দ্রগুলোতে তাই ছেলেদের উপস্থিতিও এখন চোখে পড়ার মতো।
ঈদকে কেন্দ্র করে জেন্টস পার্লার ও সেলুনগুলোতে ভিড় বেড়েছে। এদিকে ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। চলছে ঈদের শেষ মুহুর্তের কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতি। এ পরিস্থিতিতে ব্যস্ততা বেশি থাকলে বা পার্লারের ভিড় এড়াতে ছেলেরা বাড়িতেই সেরে নিতে পারেন ত্বকের যত্নআত্তি।
নিয়মিত শেভ করার ফলে পুরুষের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তাই ত্বক মসৃণ রাখতে শেভ করার আগে ক্রিম, লোশন বা জেল ব্যবহার করুন। শেভের জন্য সবসময় পরিষ্কার এবং ধারালো রেজার ব্যবহার করুন। এছাড়া ত্বকের কোমলতা ও স্নিগ্ধতা ফিরে পেতে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
ত্বকে নিয়মিত যে কোনো ব্রাইটেনিং ফেসপ্যাক লাগাতে পারেন। এক্ষেত্রে চন্দন কিংবা টমেটোর ফেসপ্যাক দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। চুলে প্রোটিন প্যাক লাগাতে পারেন। ঘরেই ডিমের সাথে কলা ব্লেন্ড করে চুলে লাগিয়ে ২ ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।
চালের গুঁড়া, টক দই, শসার রস এবং দুই বা তিন ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাবার তৈরি করতে পারেন। প্রতি সপ্তাহে অন্তত একবার ৫ মিনিট স্ক্রাবিং করলে ত্বকের মরা কোষগুলো চলে যাবে।
এছাড়া ডিমের সাদা অংশ ফেটে ব্ল্যাকহেডসের ওপরে লাগিয়ে তার ওপর টিস্যু পেপার চেপে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
লেবুর সঙ্গে মধু মিশিয়ে ধীরে ধীরে ত্বকে ঘষতে থাকুন। শুকিয়ে গেলে আধাঘণ্টা পর মুখ ধুয়ে নিতে হবে। লেবু ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে আর মধু ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
বাইরে যাওয়ার ১৫ মিনিট আগে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নেবেন। এতে ত্বক সুরক্ষিত থাকবে। আর চুল এবং দাড়ির কাট আগে থেকেই ভেবে রাখুন। বয়স, পেশা, মুখের আকৃতি, চুলর ধরণ বুঝে হেয়ার স্টাইল এবং দাড়ি স্টাইল নির্বাচন করুন।