বিয়ে প্রতিটি মেয়ের জীবনে একটি স্মরণীয় দিন। সেই সঙ্গে এমন দিনে সবার নজরই থাকে কনের ওপর। বিশেষ এই দিনে নিজেকে সবার সামনে অসাধারণ করে তুলতে কতো টাকাই না বিউটি পার্লার আর প্রসাধনীর ওপরে খরচ করা হয়। অথচ খুব কম খরচেই নিজের ঘরে বসেই কিছু উপাদান ব্যবহার করে নিজেকে সেই বিশেষ দিনটির জন্য তৈরি করে নিতে পারনে যে কেউ।
স্কিন ক্লিনসিং
ত্বকের ক্লিন্সিং এর জন্য খুব কম কেমিক্যাল যুক্ত ক্লিনসার ব্যবহার করবেন। আপনি চাইলে নিজেও ঘরে হারবাল ক্লিনসার বানিয়ে নিতে পারেন।
দুই চামচ ওটস কিংবা যবের গুঁড়ার সঙ্গে এক চামচ পানি মিশিয়ে একটা নরম পেস্ট এর মতো বানিয়ে সারা মুখে ২ মিনিট মাসাজ করুন। ওটস আপনার ত্বকের জেল্লা বৃদ্ধি করবে। এই ক্লিনসারটি সেন্সিটিভ ত্বকের অধিকারীদের জন্য প্রকৃতির আশীর্বাদ স্বরূপ।
এছাড়া দুই চামচ বেসনের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ব্যবহার করুন। বিশেষ করে আপনার টি জোন এরিয়াতে মাসাজ করুন। আপনার ত্বক হবে ঝকঝকে পরিষ্কার এবং উজ্জ্বল। শুষ্ক ত্বকের অধিকারীরা চাইলে পানির বদলে তরল দুধ ব্যবহার করতে পারেন।
স্কিন টোনিং
সব ধরনের কেমিক্যাল যুক্ত টোনার বর্জন করুন। এটি আপনার ত্বককে আরো শুষ্ক এবং লাল করে দিবে। প্রাকৃতিক টোনারের ব্যবহার তুলনামূলক ভালো ফলাফল দেয়।
গোলাপজল ব্যবহার করুন। ত্বকের ধরন যেমনই হোক না কেন চোখ বন্ধ করে বেছে নিতে পারেন অসাধারণ এই টোনার।
এক কাপ গরম পানিতে আধা কাপ পুদিনা পাতা চুবিয়ে ১৫ মিনিট রেখে দিন। ঠাণ্ডা হলে মিশ্রণটিকে ছেকে তুলার সাহায্যে ত্বকে ব্যবহার করুন।
স্কিন ময়শ্চারাইজিং
ময়শ্চারাইজিং এর জন্য বেছে নিতে পারেন বাদাম তেল। বাদাম তেলের উপাদান আমাদের ত্বকের স্বাভাবিক তেলের কাছাকাছি, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
রাত্রে ঠিক ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে ধুয়ে পাতলা কাপড় দিয়ে মুছে নিন। তারপর ২ ফোঁটা গ্লিসারিন এবং ২ ফোঁটা মধুর সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে আলতো করে মুখে মাসাজ করুন। সকালে পানি দিয়ে মুখে ধুয়ে নিন। আপনি চাইলে গ্লিসারিনের বদলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটাও একই ফলাফল দিবে। মনে রাখবেন আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী হলেও রাতে ব্যবহার করার জন্য ময়শ্চারাইজারে কখনোই লেবু ব্যবহার করবেন না। লেবুতে থাকা সাইট্রিক এসিড আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
এছাড়া অ্যালোভেরা কেটে এর ভেতরের জেলি বের করে নিয়ে একটু গোলাপজল মিশিয়ে সারা মুখে মেখে ঘুমিয়ে যেতে পারেন। এতে ত্বক মসৃণ হবে।