কর্মজীবী নারীর তৈলাক্ত ত্বকের যত্ন

ত্বকে তেলতেলে ভাব কারোই পছন্দ নয়। তার ওপর যাদের ত্বক তৈলাক্ত তাদের সমস্যার কোনো শেষ নেই। কর্মজীবী নারীদের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি। ত্বকের এই প্রাকৃতিক অবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। তবে চাইলে কিছু উপায়ে ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে রাখা অবশ্যই সম্ভব।

দেখে নিন গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক কীভাবে যত্ন নেয়া যায়।

অফিসে যাবার আগে

অফিস যাবার আগের সময়টা অনেক ব্যস্ততম একটি সময়। কিন্তু ত্বকের একটু যত্ন নিতে সময় তো দিতেই হবে। এক্ষেত্রে একটি ফেইস প্যাক বানিয়ে রাতে রেখে দিতে পারেন। এর জন্য যে যে উপকরণ লাগবে—

গোলাপের পাপড়ির পেস্ট- (১টি গোলাপ)

গাজরের রস- ১/২ টেবিল চামচ

তরমুজের রস- ১/২ টেবিল চামচ

শসার রস- ১ টেবিল চামচ ও

চালের গুঁড়া- ১ টেবিল চামচ

ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সারাদিন ত্বক ফ্রেশ রাখতে প্যাকটি বেশ কার্যকর।

লাঞ্চ ব্রেক-এ

ব্যাগে রোজ পানি এবং তুলা রাখুন। লাঞ্চ ব্রেকে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে মুছে তারপর রোজ ওয়াটারে তুলা ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। দেখবেন নিজেকে ফ্রেশ লাগার সঙ্গে সঙ্গে মনও ফ্রেশ লাগবে।

অফিস থেকে ফিরে

অফিস থেকে ফিরে ফ্যানের বাতাসে খানিকক্ষণ নিজেকে জুড়িয়ে নিন। আর আজ থেকে অফিস যাবার আগে, এক কাপ পানিতে ও ২ টুকরো পাতি লেবুর রস মিশেয়ে ফ্রিজে রেখে যান। অফিস থেকে ফিরে একটা পাতলা রুমাল ওই পানিতে ভিজিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে রাখুন ১০ মিনিট। এতে শরীরের ক্লান্তি দূর হবার সঙ্গে সঙ্গে ত্বক হয়ে উঠবে সজীব ও প্রাণবন্ত।

আরও