নিজেই তৈরি করুন গ্রিন টি ময়েশ্চারাইজার ফেস ক্রিম

যাদের ত্বক সেনসিটিভ তারা অধিকাংশ সময়েই ময়েশ্চারাইজার নির্বাচনে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। ঠিক কোন ময়েশ্চারাইজারটি ব্যবহার করলে ত্বক ভালো থাকবে তা বুঝে উঠতে পারেন না। অনেক সময় দেখা যায়, ত্বকের উপকার হবে এমন রিভিউ দেখে ময়েশ্চারাইজার কিনে আনার পর সেটি ব্যবহার করে ত্বকে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে।

সেনসেটিভ ত্বকের জন্য খুব উপকারী এক উপাদান গ্রিন টি। বাজারের ময়েশ্চারাইজারগুলোতে গ্রিন টি ছাড়াও অন্যান্য উপাদান থাকে। এতে করে একই ময়েশ্চারাইজারের একটি উপাদান সেনসিটিভ ত্বকে মানিয়ে গেলেও অন্য কোনো উপাদান ত্বক মানিয়ে নাও নিতে পারে। এক্ষেত্রে গ্রিন টি ময়েশ্চারাইজার বাড়িতে বানিয়ে ফেলাই অধিক সুফল দিতে পারে।

আসুন এই গ্রিন টি দিয়ে কীভাবে সেনসেটিভ ত্বকের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার ক্রিম তৈরি করা যায় জেনে নিই।

যা যা লাগবে

১। এক টেবিল চামচ বিজওয়াক্স বিডস বা মোমের পুঁতি

২। দুই টেবিল চামচ পিওর কোকোনাট অয়েল

৩। তিন টেবিল চামচ আমন্ড অয়েল

৪। অর্ধেক টেবিল চামচ ভিটামিন ই অয়েল

৫। এক-দুইটি অর্গানিক গ্রিন টি ব্যাগ

৬। পাঁচ ফোঁটা এসেনশিয়াল অয়েল

বানানোর পদ্ধতি

একটি পাত্রে এসেনশিয়াল অয়েল বাদে সব অয়েল এবং বিজওয়্যাক্স বিডস একসঙ্গে নিয়ে নিন। তারপর অন্য একটি পাত্রে পানি নিয়ে চুলায় বসিয়ে দিন। যখনি তাতে পানি ফুটতে শুরু করবে এর উপর অয়েলের পাত্রটি বসিয়ে দিন। তারপর একটি চামচের সাহায্যে নেড়ে বিজওয়্যাক্স বিডস গলিয়ে অন্যান্য অয়েলের সঙ্গে মিশাতে থাকুন। বিজওয়্যাক্স বিডস গলে আসলে তাতে টি ব্যাগ থেকে গ্রিন টি ঢেলে দিন। ১০ থেকে ১৫ মিনিট গরম পাত্রের ওপরই বসিয়ে রাখুন। তারপর একটি পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিন। এতে পাঁচ ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এসেনশিয়াল অয়েলের ক্ষেত্রে ল্যাভেন্ডার, রোজমেরি অথবা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল নিতে পারেন। যাদের একনির সমস্যা রয়েছে তারা টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। সবশেষে কোনো খালি ক্রিমের কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষন করুন।

সতর্কতা

১। অয়েল আর বিজওয়্যাক্স বিডস গলানোর সময় কখনই পাত্রটি সরাসরি চুলোয় দিবেন না।

২। এর কোনো উপাদানে এলার্জি থাকলে ব্যবহার করবেন না।

আরও