ভ্রমণে ছবি সংরক্ষণে করণীয়

ঘুরতে গিয়ে ছবি তোলা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রতিটা মুহূর্তকে ফ্রেমবন্দির চেষ্টা করা হয়। এ ছবিগুলো নিঃসন্দেহে ভ্রমণপ্রিয় মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কেউই চাইবে না সেগুলো হারিয়ে ফেলতে। তার ওপর ছবিগুলো যদি হয় কোনো দর্শনীয় স্থানের! কিন্তু বেড়াতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। দেখা গেল, ছোট একটি ভুলের জন্য ক্যামেরা কিংবা স্মার্টফোনে তোলা ছবিগুলো মুছে গেল। তখন আফসোসের শেষ থাকবে না। তাই আগে থেকেই এসব বিষয়ে সতর্ক হওয়া ভালো। যখন ঘুরতে যাবেন, তখন অবশ্যই ছবির ব্যাকআপ রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে ভুলবেন না। ভ্রমণে গিয়ে ছবি সংরক্ষণ নিয়ে আমাদের আজকের আয়োজন...

ঘুরতে গিয়ে ছবি তোলা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রতিটা মুহূর্তকে ফ্রেমবন্দির চেষ্টা করা হয়। ছবিগুলো নিঃসন্দেহে ভ্রমণপ্রিয় মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কেউই চাইবে না সেগুলো হারিয়ে ফেলতে। তার ওপর ছবিগুলো যদি হয় কোনো দর্শনীয় স্থানের! কিন্তু বেড়াতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। দেখা গেল, ছোট একটি ভুলের জন্য ক্যামেরা কিংবা স্মার্টফোনে তোলা ছবিগুলো মুছে গেল। তখন আফসোসের শেষ থাকবে না। তাই আগে থেকেই এসব বিষয়ে সতর্ক হওয়া ভালো। যখন ঘুরতে যাবেন, তখন অবশ্যই ছবির ব্যাকআপ রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে ভুলবেন না। ভ্রমণে গিয়ে ছবি সংরক্ষণ নিয়ে আমাদের আজকের আয়োজন...

ক্লাউড স্টোরেজ

আলোকচিত্রী ভ্রমণপিয়াসুদের জন্য ক্লাউড স্টোরেজ নির্ভরতার জায়গা। এখানে ছবি শুধু সংরক্ষণই করা যায় না, যেকোনো জায়গা থেকে সহজেই প্রবেশ করা যায়। যদি স্মার্টফোনে ছবি তোলা হয়, তাহলে ক্লাউড স্টোরেজ অ্যাপটি ডাউনলোড করে নিন এবং সেখানে আপলোড করুন আপনার ফোনে তোলা ছবিগুলো। ল্যাপটপের মাধ্যমেও আপনি কাজ করতে পারেন। ক্যামেরা থেকে ছবিগুলো প্রথমে ল্যাপটপে স্থানান্তর করুন। এরপর সেখান থেকে ক্লাউড স্টোরেজে আপলোড করুন। এতে ছবিগুলো সংরক্ষিত থাকবে। স্মার্টফোন অথবা ল্যাপটপে কোনো সমস্যা হলেও ছবি হারানোর ভয় থাকবে না।

ল্যাপটপে ছবি স্থানান্তর

অনেকেই আছেন ভ্রমণ বা কোথাও ঘুরতে যাওয়ার সময় বাড়িতে ল্যাপটপ রেখে যান। ঝামেলা এড়াতে অনেকে প্রায়ই কাজ করে থাকেন। কিন্তু বেড়াতে গিয়ে ল্যাপটপ রেখে যাওয়া নিছক বোকামি। ভ্রমণ করতে গিয়ে ক্যামেরা বা স্মার্টফোনে সমস্যা হতেই পারে। দেখা গেল, সমস্যার কারণে আপনার তোলা সব সুন্দর ছবি ডিলিট হয়ে গেল। মুহূর্তে আপনার কেমন লাগতে পারে, সেকথা ভেবে সঙ্গে করে ল্যাপটপ নিয়ে যাওয়ার কথা মাথায় রাখুন। ছবি তোলার পর ক্লাউড স্টোরেজের পাশাপাশি ল্যাপটপে ছবি নিয়ে রাখতে পারেন। ল্যাপটপে নিরাপদ জায়গা বা ফোল্ডারে ছবি সংরক্ষণ করুন।


অতিরিক্ত হার্ডড্রাইভ সঙ্গে রাখুন

ভ্রমণের সময় অবশ্যই সঙ্গে ক্যামেরা, ল্যাপটপ, স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত হার্ডড্রাইভ রাখুন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে ল্যাপটপে ছবি সংরক্ষণ করা গেলে হার্ডড্রাইভের কী প্রয়োজন? ল্যাপটপে কোনো সমস্যা

আরও