ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা হলুদ

কাঁচা হলুদে থাকা প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। অর্থাৎ , আপনার ত্বকের রঙের কোনো পরিবর্তন এটি করবে না বা ফর্সা করবে না। তবে হ্যাঁ, আপনার ত্বককে উজ্জ্বল করতে চাইলে কাঁচা হলুদের মতো কার্যকারী উপাদানের বিকল্প নেই বললেই চলে।

ত্বকের যত্নে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে কাঁচা হলুদ। রূপচর্চায় ভারতীয় উপমহাদেশের এ প্রাকৃতিক উপাদানটির ব্যবহার নতুন নয়। আমাদের দেশেও রূপচর্চায় হলুদের কদর এতটাই বেশি যে যুগ যুগ ধরে বিয়ের আগে কনেকে হলুদের উপটান মাখিয়ে থাকেন। তবে হলুদ কিন্তু ত্বক ফর্সা করে না!

কাঁচা হলুদে থাকা প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। অর্থাৎ , আপনার ত্বকের রঙের কোনো পরিবর্তন এটি করবে না বা ফর্সা করবে না। তবে হ্যাঁ, আপনার ত্বককে উজ্জ্বল করতে চাইলে কাঁচা হলুদের মতো কার্যকারী উপাদানের বিকল্প নেই বললেই চলে।

হলুদের কার্যকারিতা

ত্বকের মেলানিন লেভেল কমিয়ে ত্বক ফর্সা না করলেও ত্বকের কালচে দাগ হালকা করতে পারে এটি। ত্বককে ইনস্ট্যান গ্লো দিতেও এর জুড়ি নেই। হলুদ ব্রণ বা ফুসকুড়ির সমস্যা কমাতেও সাহায্য করে কাঁচা হলুদ।

কাঁচা হলুদ ব্যবহারের সঠিক উপায়

যদি আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে চান, তাহলে এটি সরাসরি ফেইসে অ্যাপ্লাই এর আগে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

১. অ্যালোভেরা জেল, দুধ বা টকদইয়ের সঙ্গে মিশিয়ে ব্যভহার করুন। এটি ত্বককে ময়েশ্চারাইজ করবে।

২. অতিরিক্ত সময় ধরে লাগিয়ে রাখবেন না । কারণ, বেশি সময় থাকলে ত্বকে লম্বা সময়ের জন্য হলুদ দাগ বসে যেতে পারে।

৩. প্রতিদিন ত্বকে কাঁচা হলুদ ব্যবহার করলে ত্বক শুষ্ক হতে পারে। সপ্তাহে এক বা দুই দিন ব্যবহার করতে পারেন।

৪. সংবেদনশীল ত্বক হলে কাঁচা হলুদ ব্যবহার না করাই ভালো। কিছু মানুষের ত্বকে এটি র‍্যাশ বা অ্যালার্জির কারণ হতে পারে। তাই মুখে প্রয়োগ করার আগে হাতের ওপর দিয়ে পরীক্ষা করে নিন

আরও