যে ৫ কারণে বন্ধুত্বে ফাটল ধরে

বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি। এতে আমরা দুঃখ-কষ্ট ভুলে যাই, সুখের মুহূর্তগুলো ভাগাভাগি করি। তবে সময়ের ব্যবধানে অনেক বন্ধুত্বে ফাটল ধরে। এমনও হয় যে, আমরা কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে আর আগের মতো আনন্দ পাই না। তাদের এড়িয়ে চলার চেষ্টা করি। কেন এমনটা হয়? দেখে নেয়া যাক এর ৫টি কারণ:

সময় পরিবর্তন

সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তিত হয়। অতীতে যেসব বিষয় বন্ধুত্বকে দৃঢ় করেছিল এখন তা আর প্রাসঙ্গিক নাও হতে পারে। ফলে একসময়ের বন্ধুরা আর আগের মতো একে অপরের সঙ্গে মেলে না।

প্রয়োজনীয়তা

অনেক বন্ধুই আছেন যারা শুধু প্রয়োজনের সময়ই খোঁজ নেন। বাকি সময় কোনো যোগাযোগ থাকে না। এ ধরনের সম্পর্ক ধীরে ধীরে আমাদের কাছে গুরুত্ব হারায়।

ঈর্ষা

বন্ধুরা সাধারণত আমাদের সাফল্যে খুশি হয়, তবে কেউ কেউ ঈর্ষান্বিতও হয়। এ ধরনের ঈর্ষাপ্রবণ বন্ধুরা ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে তোলে। যার কারণে তাদের থেকে দূরে থাকতে চাই।

আগ্রহের ভিন্নতা

একই ধরনের আগ্রহ থাকলে বন্ধুত্ব শক্তিশালী হয়। কিন্তু সময়ের সাথে আগ্রহ বদলে গেলে বন্ধুত্বের সাধারণ ভিত্তিটাও দুর্বল হয়ে পড়ে।

অতীতের স্মৃতি

অনেক বন্ধুই আমাদের অতীতের অংশ। কেউ কেউ আবার বারবার সেই পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয়, যা ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে বাধা দেয়। এ কারণে অনেক সময় তাদের এড়িয়ে চলা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও