রুপচর্চায় এখনো প্রাসঙ্গিক প্রাচীন পদ্ধতি

হালফ্যাশনের দিনগুলোতে রুপচর্চা অবশ্যম্ভাবী বিষয়। সুস্থ-মসৃণ ত্বকের জন্য প্রচুর সময় ও অর্থ ব্যয় করতেও পিছপা হন না নারীরা। তবে সবসময় সবার পক্ষে হয়তো রুপচর্চার জন্য বিপুল অর্থ বা সময় ব্যয় করা সম্ভপর হয় না। এক্ষেত্রে সাহায্য করতে পারে বহুল প্রচলিত প্রাচীন রূপচর্চার পদ্ধতিগুলো।

প্রাচীন সেই রূপচর্চার সবচেয়ে শক্তিশালী দিক হল সব উপাদানই প্রাকৃতিক আর সস্তা । আসুন, জেনে নেই রূপচর্চার সেই বহুল ব্যবহৃত প্রাচীন পন্থাগুলো-

কাঁচা হলুদ

সারা বছর বাজারে পাওয়া যায় এমন একটি প্রাকৃতিক উপাদান হলো হলুদ। শত শত বছর আগ থেকে রূপচর্চার অন্যতম অনুসঙ্গ- হলুদ। এখনো গায়ে হলুদ মাখানো ছাড়া সম্পন্ন হয়না বিয়ের আয়োজন।

হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিঅক্সিডেন্টাল উপাদান যা একত্রে মুখের দাগ দূর করে এবং ব্রণ প্রতিহত করে। হলুদের ক্রমাগত ব্যবহার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

লেবু আর শসার ব্লিচ

প্রাচীন আমলে লেবু আর শসার রস একত্রে মিশিয়ে মুখের ময়লা আর ট্যান দূর করার জন্য ব্যবহার করা হতো । কারণ লেবু আর শসা দুটোর মধ্যেই আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান ।

লেবু দিয়ে ব্রণ দূর

এখনকার দিনে ব্রণ একটি নিয়মিত সমস্যা । প্রাচীন যুগে সমপরিমাণ লেবুর রস আর পানি একত্রে মিশিয়ে ব্রণের ওপরে লাগিয়ে রাখা হতো। আর তাতেই রক্ষা পাওয়া যেত ব্রণের সমস্যা থেকে।

চোখের কালো দাগ দূর করতে আলু

চোখের নিচের কালো দাগ দূর করতে আলু তুলুনাহীন। প্রাচীনকাল থেকেই রুপচর্চায় আলুর ব্যবহার হয়ে আসছে। এটি চোখের নিচের ফোলাভাবও দূর করে। শুধু যা করতে হবে তা হলো আলু পাতলা করে কেটে এটিকে ধুয়ে চোখের উপরে ৫-১০ মিনিট রেখে দিতে হবে এবং নিয়মিতভাবে এটি করতে হবে।

চির নবীন ত্বকের জন্য গাজরের রস

দাদী-নানীরা প্রায়ই বলে থাকেন যে প্রতিদিন গাজরের রস পান করলে অকালে ত্বকের বয়স বাড়বে না। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে তাই যুগ যুগ ধরে গাজরের রস খেয়ে আনছেন নারীরা।

গাজরে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল যা ত্বকের এবং চুলের জন্য বিশেষ উপকারী এটা আপনার চোখের জন্যও ভালো।

তৈলাক্ত ত্বকের যত্নে গমের আটা

আগের যুগে ত্বক পরিস্কার করার জন্য প্রধান উপাদান ছিলো গমের আটা দুধ বা পানির সাথে মিশিয়ে বানানো পেস্ট।

উজ্জ্বল ও সুস্থ ত্বকের জন্য রূপচর্চায় প্রকৃতিকেই আপন করে নেয়া তুলনামূলক ভালো । প্রাচীন নানান প্রাকৃতিক ভেষজ অবশ্যই আপনার ত্বককে অবশ্যই সুন্দর রাখবে।

আরও