হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাদানুবাদ নিয়ে বিভিন্ন মতামত ও অবস্থান জানাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এর মধ্যে হয়তো রাশিয়া থেকেই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া পেলেন জেলেনস্কি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জেলেনস্কিকে না পিটিয়ে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
মারিয়া জাখারোভা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টেলিগ্রামে লিখেছেন, আমি মনে করি, জেলেনস্কির সব থেকে বড় মিথ্যাটি ছিল তার এই দাবি করা যে, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। তারা কোনো সহায়তা পায়নি। ট্রাম্প এবং ভ্যান্স কীভাবে ওই অসভ্যটাকে আঘাত করা থেকে বিরত থাকল, সেটা বিরল সংযমের ঘটনা।
তিনি আরো বলেন, জেলেনস্কি সেই হাতকেই কামড়াচ্ছেন যে হাত তাকে খাওয়াচ্ছে। এছাড়া, সবার সঙ্গেই ‘অভদ্র’ আচরণের জন্য জেলেনস্কিকে অভিযুক্ত করেন জাখারোভা।
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি প্রধান দিমিত্রি মেদভেদেভ, জেলেনস্কিকে ‘অশ্লীল শূকর’ বলে আখ্যা দিয়েছেন, যাকে ‘ওভাল অফিসে চড় মারা হয়েছে’।
রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, হোয়াইট হাউসে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়। উভয় নেতার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র বাদানুবাদ হয়, যা বিশ্ব মিডিয়ার সামনেই ঘটে। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তা হয়নি।