সামরিক বিমানে ১০৪ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ৩৩ জন গুজরাটের, ৩৩ জন হরিয়ানা রাজ্যের এবং ৩০ জন পাঞ্জাবের বাসিন্দা।

মার্কিন একটি সামরিক বিমান ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতে অবতরণ করেছে। ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের শিখ ধর্মীয় নগরী অমৃতসরে অবতরণ করে বিমানটি। খবর বিবিসি।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ৩৩ জন গুজরাটের, ৩৩ জন হরিয়ানা রাজ্যের এবং ৩০ জন পাঞ্জাবের বাসিন্দা। বিমানবন্দরে দীর্ঘক্ষণ তদন্তের পর পুলিশ তাদের ছোট ছোট দলে ভাগ করে পুলিশের গাড়িতে করে বাইরে নিয়ে যায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মূলত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন এজেন্ডার অংশ ছিল এ ঘটনা। গত মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে অভিবাসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে ট্রাম্পের আলোচনায়ও এটি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প আগামী সপ্তাহে ওয়াশিংটনে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

একজন মার্কিন কর্মকর্তার মতে, ট্রাম্প প্রশাসন অভিবাসী পরিবহনের জন্য সামরিক বিমান মোতায়েন শুরু করার পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট।

মাত্র চার বছরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ভারতীয় নাগরিকের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ২০১৮ থেকে ২০১৯ অর্থবছরে ৮ হাজার ২৭ জন থেকে ২০২২ থেকে ২০২৩ সময়কালে ৯৬ হাজার ৯১৭ জনে পৌঁছেছে।

ক্ষমতায় আসার পরই সামরিক বাহিনীকে কাজে লাগাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অভিবাসন নীতি কড়াকড়ি করার ক্ষেত্রে তিনি যুক্ত করেছেন সামরিক বাহিনীকে।

ভারতীয়দের ফেরত পাঠানো ছাড়াও আরও ৫ হাজার মানুষকে বিভিন্ন দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। এরা এল পাসো, টেক্সাস, স্যান দিয়েগো ও ক্যালিফোর্নিয়ার অবৈধ অভিবাসী। এর আগে গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে সামরিক বিমানে করে পাঠানো হয়েছে অবৈধদের।

আরও