ভলোদিমির জেলেনস্কি

ইস্টারে যুদ্ধবিরতি ঘোষণা করেও মানছে না পুতিনের বাহিনী

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রিয় সিবিহা পুতিনের ঘোষণাকে স্বল্পস্থায়ী ও অবিশ্বস্ত বলে মন্তব্য করেন। ‘৩০ দিনের পরিবর্তে মাত্র ৩০ ঘণ্টা—পুতিনের কথার সঙ্গে তাঁর কাজের কোনো মিল নেই,’ তিনি বলেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন ‘ইস্টার যুদ্ধবিরতি’ নামে, যা রোববার রাত ১০টা পর্যন্ত চলবে বলে জানানো হয়। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এই ঘোষণার মধ্যেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। খবর বিবিসি।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যদি সত্যিই নিঃশর্তভাবে নীরবতা পালন করতে চায়, ইউক্রেনও তাই করবে।‘ তিনি আরো জানান, ইউক্রেন এখনো ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবে অনড়, যার জবাব এখনো মস্কোর কাছ থেকে আসেনি।

তিনি বলেন, রাশিয়ার কুরস্ক ও বেলগোরোদ অঞ্চলে এখনো লড়াই চলছে এবং ড্রোন ব্যবহারও অব্যাহত রয়েছে। তবে কিছু এলাকায় পরিস্থিতি শান্ত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রিয় সিবিহা পুতিনের ঘোষণাকে স্বল্পস্থায়ী ও অবিশ্বস্ত বলে মন্তব্য করেন। ‘৩০ দিনের পরিবর্তে মাত্র ৩০ ঘণ্টা—পুতিনের কথার সঙ্গে তাঁর কাজের কোনো মিল নেই,’ তিনি বলেন।

এর আগেও, ২০২৩ সালের জানুয়ারিতে অর্থোডক্স বড়দিনে যুদ্ধবিরতির ব্যর্থ প্রচেষ্টা দেখা গেছে, যেখানে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি।

যুক্তরাজ্যের ফরেন অফিস এই ঘোষণা সম্পর্কে প্রতিক্রিয়ায় জানায়, ‘পুতিন যদি সত্যিই শান্তিতে আগ্রহী হন, তবে ইস্টারের একদিনের বিরতির বদলে পুরো আগ্রাসন বন্ধ করে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হওয়া উচিত।‘

আরও