গাজায় হত্যাযজ্ঞ

একমাত্র ক্যানসার হাসপাতালটিও উড়িয়ে দিল ইসরায়েল

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালটি বিমান হামলায় নয়, বরং পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার মধ্যাঞ্চলে অবস্থিত তুর্কি-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল উড়িয়ে দিয়েছে। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ হামলায় ফিলিস্তিনের একমাত্র এই বিশেষায়িত ক্যানসার চিকিৎসা কেন্দ্রটি ধ্বংস করা হলো। খবর মিডল ইস্ট আই।

ইসরায়েল দাবি করেছে, হামাস হাসপাতালটিকে সন্ত্রাসী ঘাঁটিতে পরিণত করেছিল। তবে তারা এর সাপেক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালটি বিমান হামলায় নয়, বরং পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। হাসপাতালটি নেতসারিম করিডোরের কাছে অবস্থিত। বিশ্লেষকদের মতে, এই ধ্বংসযজ্ঞের পেছনে ইসরায়েলের উদ্দেশ্য হলো, করিডোর সম্প্রসারণ করে আরো বড় একটি বাফার জোন তৈরি করা।

ইসরায়েল এরইমধ্যে গাজার বেশিরভাগ হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস করেছে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি ইসরায়েলের গণহত্যামূলক নীতির অংশ, যার মাধ্যমে ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক বিতাড়িত করার চেষ্টা চলছে।

মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল আবারও গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করেছে, এতে এখন পর্যন্ত ৭০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২০০-এরও বেশি শিশু এবং ১১০ জনেরও বেশি নারী।

আরও