৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে প্রস্তুত ইউক্রেন

রুবিও বলেন, ইউক্রেন প্রস্তুত—গুলিবর্ষণ বন্ধ করে আলোচনায় বসতে চায়। এখন যদি রাশিয়া এটি প্রত্যাখ্যান করে, তাহলে বোঝা যাবে শান্তির পথে বাধা কারা।

ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের আলোচনার পর এ সিদ্ধান্ত জানানো হয়। খবর বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা এই প্রস্তাব রাশিয়াকে দেব, এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তাদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, এটি এখন রাশিয়ার জন্য সত্য প্রকাশের সময়—তারা যুদ্ধ বন্ধ করতে চায় নাকি চালিয়ে যেতে চায়।

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তারা ইউক্রেনের সঙ্গে পুনরায় গোয়েন্দা তথ্য শেয়ার ও নিরাপত্তা সহায়তা শুরু করবে, যা আগে স্থগিত ছিল। রুবিও বলেন, ইউক্রেন প্রস্তুত—গুলিবর্ষণ বন্ধ করে আলোচনায় বসতে চায়। এখন যদি রাশিয়া এটি প্রত্যাখ্যান করে, তাহলে বোঝা যাবে শান্তির পথে বাধা কারা।

জেলেনস্কি এ আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন এবং আশা করছেন রাশিয়া এ প্রস্তাব গ্রহণ করবে।

রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ব্রিফ করার পর তারা বিবৃতি দেবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে এবং বর্তমানে দেশটির প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

আরও