মধ্যপ্রাচ্যে সংকট

ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নিহতের দাবি সিরিয়ার

পরপর একাধিক এলাকায় এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আরো এক দফা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দুই সদস্য রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইরানের প্রতিরোধ অক্ষের নেতারা যাতায়াত করতেন এমন একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার (৯ অক্টোবর) মধ্যরাতের পর এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর বিবিসি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দামেস্কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে, সেই হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মেজ্জাহ এলাকায় আক্রমণে মৃতদের মধ্যে নারী ও শিশুও ছিল। ওই এলাকায় ইরানের দূতাবাস এবং অন্যান্য কূটনৈতিক স্থাপনা অবস্থিত। ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দুই সদস্য রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইরানের প্রতিরোধ অক্ষের নেতারা যাতায়াত করতেন এমন একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

সিরিয়ার শিল্প নগরী হাসিয়ায় একটি কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে একজন আহত এবং ত্রাণ সামগ্রী ও ত্রাণবোঝাই বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়াও হামা প্রদেশের মারিন শহরে পৃথক এক হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে ইসরায়েল উত্তর লেবাননের দিক থেকে হোমসের গ্রামাঞ্চলের হাসিয়া শিল্পাঞ্চলের একটি গাড়ি মেরামতের কারখানা এবং হামার একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। দারা শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

এছাড়াও দামেস্কের নিকটবর্তী আল-কিসওয়াহ এলাকায় ইরানসংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে সম্পর্কিত একটি স্থাপনায় হামলার খবর দিয়েছে সৌদি আল-হাদাথ টেলিভিশন।

পরপর একাধিক এলাকায় আঘাত হানার এই হামলাগুলো এই সংঘাতে আরো এক দফা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

আরও